শুটিং করতে গিয়ে আহত তানজিন তিশা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১৬ মে ২০২২

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। রোববার (১৫ মে) সন্ধ্যায় রাজধানী অদূরে সাভারের বিরুলিয়ার এক রিসোর্টে একটি মুঠোফোনের বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। এতে হাতে গুরুতর চোট পেয়ে আহত হয়েছেন এই অভিনেত্রী।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আমি ইনফিনিক্স মুঠোফোনের শুভেচ্ছাদূত অনেকদিন ধরেই। আজ বিকেল থেকে সুন্দরভাবেই শুটিং করছিলাম। কিন্ত সন্ধ্যার পর ফাইটিং দৃশ্য করতে গিয়ে ডান হাতে মারাত্মক চোট পাই। পুরো হাত ফুলে গিয়েছে, নাড়াতে পারছি না।’

বর্তমানে বাসায় বিশ্রাম নিচ্ছেন বলেও জানান অভিনেত্রী তানজিন তিশা।

জানা গেছে, বিজ্ঞাপনের এই শুটিং চলবে তিন দিন। বিজ্ঞাপনটিতে তানজিন তিশার সঙ্গে রয়েছেন ক্রিকেটতারকা তাসকিন আহমেদ। এটি নির্মাণ করছেন আগা নাহিয়ান।

এমআই/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।