বক্স অফিসে সাড়া নেই রণবীর সিংয়ের ‘জয়েশভাই জোরদার’র

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:২৭ এএম, ২০ মে ২০২২

দক্ষিণী সিনেমার জোয়ারে যেন খেই হারিয়ে ফেলেছে বলিউড। ‘পুষ্পা’, ‘আরআরআর’, ‘কেজিএফ-২’ মুক্তির পর ভারতজুড়ে বক্স অফিসে ঝড় ওঠে। দেশের বাইরের দর্শকদেরও এসব সিনেমা নিয়ে কৌতুহলের শেষ ছিল না। সপ্তাহ না পেরোতেই হাজার কোটি রুপি আয় করেছিল সিনেমাগুলো। একই সময়ে বলিউডের নামি অভিনেতাদের ছবি তেমন সাড়া ফেলতে পারেনি।

সর্বশেষ সেই পথে হাঁটছে রণবীর সিংয়ের ‘জয়েশভাই জোরদার’। বহুল প্রতীক্ষিত এ ছবিটি বক্স অফিসে ঝড় তুলবে বলে ধারণা করছিলেন বলিউড সংশ্লিষ্টরা। তবে বাস্তবে দেখা মিললো সেই ধারণার পুরোপুরি উল্টোচিত্র।

jagonews24

দিব্যং ঠক্কর পরিচালিত ছবিটি মুক্তির প্রথম দিনে মুখ থুবড়ে পড়ে। দ্বিতীয় দিনেও একই অবস্থা। দুদিনে বক্স অফিসে আয় ৭ কোটি ২৫ লাখ রুপি। অথচ যশরাজ ফিল্মসের প্রযোজনায় ‘জয়েশভাই জোরদার’ নির্মাণে খরচ হয়েছে ৬০ কোটি রুপি।

রণবীর সিংয়ের সঙ্গে এ ছবিতে রয়েছে বোমান ইরানি, রত্না পাঠকও। ছবির গল্প ও বিষয়বস্তু শক্তিশালী হলেও বক্স অফিসে সেভাবে কোনো প্রভাব ফেলতে পারেনি জয়েশভাই জোরদার।

jagonews24

ভারতের সিনেমার বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ এক টুইটে লিখেছেন, ‘জয়েশভাই জোরদার’ দুদিনে যে অর্থ ঘরে তুলেছে, তা বর্তমান সময়ের সিনেমার বাজারে অতি নগন্য। আঞ্চলিক ভাষার ছবিগুলোও এর চেয়ে ভালো ব্যবসা করছে। মরাঠি ছবি ‘ধরমবীর’ মুক্তির দিনেই দুই কোটি পাঁচ লাখ রুপি আয় করেছে।’

এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।