ঈদে নাগরিক টিভিতে ২৮ সিনেমা, শাকিবের ১৯টি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ০২ জুলাই ২০২২

যথারীতি এবারের কোরবানির ঈদেও জমকালো আয়োজন থাকছে নাগরিক টিভিতে। ঈদের ছুটি ও ঘরবন্দি জীবনের একঘেয়েমি কাটাতে নাগরিকের আয়োজন হতে পারে দর্শকদের জন্য বাড়তি পাওয়া। এবারের আয়োজনে থাকছে ২৮টি জনপ্রিয় বাংলা সিনেমা। দেশের খ্যাতনামা চিত্রতারকারা অভিনয় করেছেন এসব ছবিতে।

ঈদের দিন সকাল ৮টায় প্রচার হবে তুমি স্বপ্ন তুমি সাধনা, অভিনয়ে শাকিব ও অপু। সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে স্বামীর সংসার, অভিনয়ে শাকিব খান ও অপুু। দুপুর ১টা ৫ মিনিটে প্রচার হবে পূন্যদৈর্ঘ্য প্রেম কাহিনী-১, অভিনয়ে শাকিব খান ও জয়া। বিকেল ৪টা ১৫ মিনিটে প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২, অভিনয়ে শাকিব খান ও জয়া।

ঈদের ২য় দিন সকাল ৮টায় প্রচার হবে ইঞ্চি ইঞ্চি প্রেম, অভিনয়ে বাপ্পী ও ববি। সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে স্বামী স্ত্রীর যুদ্ধ, অভিনয়ে শাবনূর-মান্না-পূর্নিমা। দুপুর ১টা ৫ মিনিটে প্রচার হবে মাই নেম ইজ খান, অভিনয়ে শাকিব খান ও অপু বিশ্বাস। বিকেল ৪টা ১৫ মিনিটে প্রচার হবে হিরো দ্য সুপারস্টার, অভিনয়ে শাকিব খান-অপু বিশ্বাস-ববি।

ঈদের ৩য় দিন সকাল ৮টায় প্রচার হবে স্ত্রীর মর্যাদা, অভিনয়ে শাকিব ও পূর্নিমা। সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে প্রেম সংঘাত, অভিনয়ে শাকিব খান ও শাবনূর। দুপুর ১টা ৫ মিনিটে প্রচার হবে রাজা বাবু, অভিনয়ে শাকিব খান ও অপু বিশ্বাস। বিকেল ৪টা ১৫ মিনিটে প্রচার হবে লাভ ম্যারেজ, অভিনয়ে শাকিব খান ও অপু বিশ্বাস।

ঈদের ৪র্থ দিন সকাল ৮টায় প্রচার হবে স্বপ্নের ঠিকাানা, অভিনয়ে সালমান শাহ ও শাবনূর। সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে টাকার চেয়ে প্রেম বড়, অভিনয়ে শাকিব খান ও অপু বিশ্বাস। দুপুর ১টা ৫ মিনিটে প্রচার হবে সবার ওপরে তুমি, অভিনয়ে শাকিব ও সস্তিকা। বিকেল ৪টা ১৫ মিনিটে প্রচার হবে প্রেমিক নাম্বার ওয়ান, অভিনয়ে শাকিব-অপু-নিপুুন।

ঈদের ৫ম দিন সকাল ৮টায় প্রচার হবে স্বপ্নের বাসর, অভিনয়ে শাকিব খান ও রিয়াজ। সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে প্রাণের মানুষ, অভিনয়ে শাকিব খান ও ফেরদৌস। দুপুর ১টা ৫ মিনিটে প্রচার হবে বস নাম্বার ওয়ান, অভিনয়ে শাকিব খান ও অপু। বিকেল ৪টা ১৫ মিনিটে প্রচার হবে কিস্তিমাত, অভিনয়ে আরেফিন শুভ ও আঁচল।

ঈদের ৬ষ্ঠ দিন সকাল ৮টায় প্রচার হবে প্রেম পিয়াসি, অভিনয়ে সালমান শাহ ও শাবনূর। সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে মায়ের অধিকার, অভিনয়ে সালমান শাহ ও শাবনাজ। দুপুর ১টা ৫ মিনিটে প্রচার হবে যদি বউ সাজোগো, অভিনয়ে শাকিব খান ও অপু। বিকেল ৪টা ১৫ মিনেটে প্রচার হবে সন্তান আমার অহঙ্কার, অভিনয়ে শাকিব খান ও অপু।

ঈদের ৭ম দিন সকাল ৮টায় প্রচার হবে অন্তরে অন্তরে, অভিনয়ে সালমান শাহ ও মৌসুমী। সকাল ১০টা ১৫ মিনেটে প্রচার হবে আম্মাজান, অভিনয়ে মান্না ও মৌসুমী। বেলা ১টা ৫ মিনিটে প্রচার হবে মা আমার স্বর্গ, অভিনয়ে শাকিব খান ও পূর্নিমা। বিকেল ৪টা ১৫ মিনিটে প্রচার হবে নায়ক, অভিনয়ে বাপ্পী ও অধরা।

এমআই/এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।