‘যমজ ১৫’ দেখা যাবে আজ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৩ পিএম, ১২ জুলাই ২০২২

নন্দিত অভিনেতা মোশাররফ করিম অভিনীত দর্শকপ্রিয় নাটকগুলোর একটি ‘যমজ’। নাটকটিতে একাই তিনটি চরিত্রে অভিনয় করেছেন তিনি।

জানা গেছে, আজ সন্ধ্যা ৭টায় প্রচার হবে ‘যমজ ১৫’ আরটিভিতে। পরিচালনা করেছেন আজাদ কালাম। আগের সিক্যুয়েলের মতো ‘যমজ ১৫’ নাটকটিও রচনা করেছেন অভিনেতা কচি খন্দকার।

এবার নাটকটিতে নতুন করে যুক্ত হয়েছেন দর্শকপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ফারিয়া শাহরিন ও শরাফ আহমেদ জীবন।

‘যমজ’ সাধারণত বাবা এবং তার জমজ দুই ছেলের কাহিনি হলেও ১৪তম সিক্যুয়েলে নতুন করে আরও একজন মোশাররফ করিমকে নিয়ে আসা হয়। তবে ১৫তম নাটকটিতে নতুন কোনো মোশাররফ করিমের যুক্ত হওয়ার সম্ভাবনা নেই বলে ইঙ্গিত দিয়েছেন পরিচালক আজাদ কালাম। বলেছেন, এবারের গল্পে টুইস্ট রয়েছে, যা দর্শকদের ঈদে আনন্দ আরও বাড়িয়ে দেবে।

দর্শকপ্রিয় এ নাটকটিতে যুক্ত হয়ে ফারিয়া শাহরিন বলেন, সাদা মানুষ নাটকের পর অনেকদিন ধরে মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করার কথা থাকলেও দুজনের সময় মিলছিল না। অবশেষে বড় আয়োজনে ‘যমজ ১৫’ নাটকে একসঙ্গে কাজ করছি। দারুণ জনপ্রিয় নাটক এটি। এমন নাটকে অভিনয় করতে পেরে খুবই ভালো লাগছে।

মোশাররফ করিম ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন ফরিয়া শাহরিন, ফারুক আহমেদ, রুমি, শরাফ আহমেদ জীবন প্রমুখ।

এমআই/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।