অভিনয়ে নজর কাড়ছেন রফিউল কাদের রুবেল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৮ পিএম, ২৮ জুলাই ২০২২

লম্বা সময় ধরেই অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত রফিউল কাদের রুবেল। ছেলেবেলায় ‘জয়নগর সূর্যমুখী আসর’ দিয়ে মঞ্চে কার্যক্রম শুরু হয় তার। ছাত্রাবস্থায় ‘লোজেইওন’ গ্রুপের মাধ্যমে মঞ্চ তৎপরতা বৃদ্ধি পেলেও অল্প সময়ের বেবধানে ঐতিহ্যবাহী ‘তির্যক নাট্য গোষ্ঠী’তে যোগ দেওয়ার মাধ্যমে শুরু হয় তার গ্রুপ থিয়েটার চর্চা।

অভিনয়ের পাশাপাশি নাট্যকার হিসেবেও তার স্বতন্ত্র পরিচিতি আছে মঞ্চ পাড়ায়। বিশেষ করে সত্তান্ধ, লজ্জা নাটক দুটো তাকে বেশ পরিচিতি এনে দেয়।

এছাড়াও তার লেখা ভাষা বদল, মানুষ মানুষ হইছে, লফা, বান্দরের খেলা নাটকগুলো মঞ্চস্থ হয়। ভিসুয়াল মিডিয়ায় পদচারণা শুরু হয় দিবেন্দু উদাসের ধারাবাহিক নাটক ‘সূর্যসেন’ দিয়ে। দুঃখজনকভাবে সেটি অপ্রচারিত থেকে যায়। পরবর্তীতে জীবিকার তাগিদে চাকরিতে যুক্ত হলেও মনের খিদা ক্রমশই বাড়তে থাকে। মাঝে বিখ্যাত ‘রোমিও এন্ড জুলিয়েট’ নাটকে অসীম দাশের নির্দেশনায় কাজ করার সুযোগ হলেও, চাকরির কারণে মঞ্চে সেভাবে সময় দেওয়া যাচ্ছিল না।

বাংলাদেশ টেলিভিশনের ‘খড় কুটোর আখ্যান’ ধারাবাহিক নাটকের মধ্য দিয়ে দীর্ঘ সময় বাদে পুনরায় ভিসুয়াল মিডিয়ায় নতুন ভাবে যাত্রা শুরু করেন রফিউল কাদের রুবেল। এরপর তাকে একে একে দেখা গেছে ওয়েব ফিকশন ফ্যামিলি লকডাউন, হোক প্রতিবাদ, ওয়েব সিরিজ ফ্রেম ফইদ্দো (হাসিবুর রহমান নির্মিত), শর্ট ফিল্ম ‘অনুধাবন’ (ইমরান আহমেদ নির্মিত), ল্যান্ড অফ বিস্টস (মাহমুদ হাসান শুভ নির্মিত), একটি খুনের বিবরণ (মোরশেদ হিমাদ্রি হিমু নির্মিত), ইনান্না (সাইদ খান সাগর নির্মিত), টেলি নাটক হাওয়াই মিঠাই (বৈদ্যনাথ অধিকারী নির্মিত), ধারাবাহিক নাটক ‘কর্পোরেট’ (রিয়াদ বিন মাহবুব), টেলি নাটক ‘চাটগাইয়া গোলমাল’ (রুবেল হাসান নির্মিত), ওয়েব সিরিজ ‘চেক ইন’ (ইমেল হক নির্মিত)।

প্রচারের অপেক্ষায় আছে টেলি নাটক ক্রাইম এন্ড পানিশমেন্ট (জুনায়েদ রশিদ নির্মিত), ইন দ্যা ডে অফ ম্যারেজ অ্যানিভারসরি (মোরশেদ হিমাদ্রি হিমু নির্মিত)। তাকে দেখা যাবে ইমরাউল রাফাত পরিচালিত ওয়েব ফিল্ম ‘মেইড ইন চিটাগং’- এও।

এছাড়াও প্রথমবারের মতো বড় পর্দায় কাজ করার কথা চলছে রফিউল কাদের রুবেলের। ইফতেখার আহমদ সাইমন পরিচালিত ‘উখিনু’ সিনেমায় তাকে দেখা যাবে অন্যতম মুখ্য একটি চরিত্রে।

এলএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।