ফারুকীর বিজ্ঞাপনের মডেল ওমর সানি ও ব্যাচেলর পয়েন্টের ‘কাবিলা’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৭ এএম, ৩১ আগস্ট ২০২২

দেশের এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানি। দুই যুগেরও বেশি সময় ধরে অভিনয়ে সরব ছিলেন তিনি। নিয়মিত না হলে মাঝেমধ্যেই সিনেমায় দেখা যায় তাকে।

বিভিন্ন প্রজন্মের নন্দিত নির্মাতাদের সঙ্গে কাজ করা হয়েছে তার। তবে এই প্রথম নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় কাজ করলেন ওমর সানি। এটি কোনো সিনেমা বা ওটিটির কাজ নয়। সানিকে দেখা যাবে ফারুকীর নির্মাণে নতুন একটি বিজ্ঞাপনে। সেখানে তার সহশিল্পী হিসেবে আছেন ‘ব্যাচেলর পয়েন্ট’র জনপ্রিয় কাবিলা চরিত্রে অভিনয় করা জিয়াউল হক পলাশ।

এ তথ্য নিজেই জানিয়েছেন ওমর সানি। তিনি বলেন, মোস্তফা সরোয়ার ফারুকী ওয়াও, এক কথায় অসাধারণ। এই প্রথম তার সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করলাম। আমার সঙ্গে কো-আর্টিস্ট ছিলেন পলাশ (কাবিলা)।

সানি আরও বলেন, কাজ করে তৃপ্তি পেয়েছি, ইনশাল্লাহ আরও কাজ করবো। ধন্যবাদ মোস্তফা সরোয়ার ফারুকীর টিম ছবিয়ালকে।

শিগগির দেখা যাবে আর্থিক লেনদেনের অ্যাপসের বিজ্ঞাপনটি।

এমআই/আরএডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।