ভুল বানান নিয়ে ক্ষমা চেয়ে আমিরের টুইট, তাতেও বানান ভুল!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২২

মুক্তির ১৫ দিন হয়ে গেলেও থামছেই না ‘লাল সিং চাড্ডা’র তর্ক-বিতর্ক। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে আমিরের বহুল আলোচিত এ সিনেমা। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আমির খান প্রোডাকশনের পক্ষ থেকে ক্ষমা চেয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়। এরপর থেকেই তৈরি হয়েছে নতুন করে সমালোচনা।

ভারতীয় এক সংবাদ মাধ্যম জানা গেছে, ভিডিওতে স্ক্রিনে লেখার সঙ্গে সঙ্গে একটি ভয়েসওভারে শোনা যায়। ভিডিও ক্লিপে থাকা বেশ কয়েকটি বানান ভুল চোখে পড়তেই আলোচনা শুরু হয়। ভিডিওটি ৪ সেকেন্ডে থেকে যখন শোনা যায় ‘হাম সব ইনসান হ্যায়’ (আমরা সবাই মানুষ) । তখন স্ক্রিনে ‘ইনসান’ বানানটাই ভুল ছিল। সেখানে লেখা রয়েছে ইনসেন, যার অর্থ পাগল বা কাণ্ডজ্ঞানহীন।

অন্যদিকে ভয়েসওভারে চাইলেন ক্ষমা, কিন্তু লেখা হলো শমা! সে সঙ্গে ভিডিওতে আজব রকমের ইমোজি ব্যবহার করা হয়। এমন পোস্টে বিষয়টা আরও হাস্যকর করে তুলেছে। এ সিনেমার মাধ্যমে আমির ভক্তদের বার বার হতাশ করা হচ্ছে।

jagonews24

এদিকে ভিডিওটির প্রতিক্রিয়া জানিয়ে এক ব্যক্তি টুইটে লেখেন, নিশ্চিত হ্যাক করা হয়েছে। অন্য এক জন মন্তব্য করেন আমিরের কাছ থেকে এটা আশা করিনি,কণ্ঠটি তার নয়। কয়েকটি ভুল বানানে ঝড় বয়ে যাচ্ছে নেট দুনিয়ায়। কেউ কেউ মন্তব্য করছে চার বছর ধরে এমন একটি বাজে সিনেমা বানালেন।

এর আগে বলিউড হাঙ্গামার এক প্রতিবেদন থেকে জানা গেছে, সিনেমার যে বড় ক্ষতি হয়েছে তাতে পারিশ্রমিক না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমির। এতে যদি ক্ষতির পরিমাণ কিছুটা কমানো যায়। এ সিনেমায় আমিরের পারিশ্রমিক ছিল ১০০ কোটি রুপি।

হলিউডের অন্যতম বহুল আলোচিত সিনেমা ‘ফরেস্ট গাম্প’র রিমেক ‘লাল সিং চাড্ডা’। সে সিনেমায় অভিনয় করেছেন প্রখ্যাত মার্কিন অভিনেতা টম হ্যাঙ্কস। উইন্সটন গ্রুমের লেখা ফরেস্ট গাম্প উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছিল। ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পেয়েছে গত ১১ আগস্ট। পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। এ সিনামায় আমিরের বিপরীতে ছিলেন আরেক বলিউড সুপারস্টার কারিনা কাপুর।

এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।