তারেক আনন্দের গানে পুরস্কার পেলেন পুষ্পিতা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ২১ অক্টোবর ২০২২

বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী নুজহাত সাবিহা পুষ্পিতা। এবার তিনি গীতিকবি তারেক আনন্দর লেখা ‘বসন্ত কাছে এলো’ গানটির জন্য ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের ১৭তম আসরে নবাগত শিল্পী হিসেবে পুরস্কার পেয়েছেন।পুষ্পিতার কণ্ঠের এ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সজীব দাস।

পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত হয়ে পুষ্পিতা বলেন, চ্যানেল আই ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন হওয়ার পর যেমন লেগেছিল, মিউজিক অ্যাওয়ার্ড পাওয়ার পরও সেরকম অনুভূতিই হচ্ছে। খুব ভালো লাগছে।

তিনি আরও বলেন, একেকটি পুরস্কার, একেকটি অনুপ্রেরণা। পুরস্কারপ্রাপ্ত গানটির গীতিকার তারেক আনন্দ ভাই, সুরকার ও সংগীতায়োজক সজীব দাস দাদার কাছে আমি কৃতজ্ঞ। পাশাপাশি অশেষ কৃতজ্ঞতা জানাই চ্যানেল আই কর্তৃপক্ষকে।

গত বছর পুষ্পিতার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছিল ‘বসন্ত কাছে এলো’। নিয়মিত নতুন নতুন গান প্রকাশ করছেন পুষ্পিতা। তার ক্যারিয়ারে মৌলিক গানের সংখ্যা ২২টি। নিজের চ্যানেল থেকেই শিগগির প্রকাশ করবেন আরও নতুন কিছু গান।

উল্লেখ্য, এবার ১৭তম ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আসর বসেছিল পদ্মা সেতুর পশ্চিম প্রান্তে শেখ রাসেল ক্যান্টনমেন্টে।

এমআই/এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।