তৃতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রের ৩১ শহরে দামাল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ১০ ডিসেম্বর ২০২২

‘দামাল’ সিনেমা যুক্তরাষ্ট্রে মুক্তির তৃতীয় সপ্তাহ পার করেছে। এবার সে দেশের ৩১ শহরে মুক্তির পাচ্ছে বহুল আলোচিত এ সিনেমা। স্বাধীন বাংলা ফুটবল টিমকে ঘিরে দামাল সিনেমার গল্প। ফরিদুর রেজা সাগরের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফি। বিজয়ের মাস উপলক্ষে এ ছবিটি যুক্তরাষ্ট্রে দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) নিউ ইয়র্ক, নিউ জার্সি, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, পেন্সিলভেনিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলিইনা, ইলিনয়, নেব্রাস্কা, মিশোরি, ইন্ডিয়ানা, ইউটা, ওরেগন, টেক্সাস, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ৩১ শহরে সিনেমাটি মুক্তি দেওয়া হয় বলে জানালেন বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ।

তিনি বলেন, গত ১৮ নভেম্বর নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স দামাল সিনেমার প্রিমিয়ার হয়। ১১টি অঙ্গরাজ্যের ১৫ শহরের দর্শকরা সিনেমাটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ।

এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের বাঙালিরা এই সিনেমা যেন ভালোভাবে উপভোগ করতে পারে এই চেষ্টা করছি। এরই মধ্যে অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়েছে।’

গত ২ ডিসেম্বর দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রের ১৩ অঙ্গরাজ্যের ২৫ শহরে দামাল মুক্তি দেওয়া হয়। মুক্তিযুদ্ধের গল্প অবলম্বনে নির্মিত সিনেমাটি এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৭১ শহরে প্রদর্শিত হতে চলেছে। ‘দামাল’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত তারকাবহুল এই সিনেমায় আরও অভিনয় করেছেন শাহনাজ সুমি, সুমিত, রাশেদ অপু, ইন্তেখাব দিনারসহ অনেকে।

এমআই/এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।