আসছে কর্ণিয়ার প্রথম অ্যালবাম
ক্যারিয়ারের প্রথম একক অ্যালবামের কাজ শুরু করেছেন `পাওয়ার ভয়েজ`খ্যাত কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। আগামী বছরের মাঝামাঝিতে এ অ্যালবামটি প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে কর্ণিয়া বলেন, `প্রথম অ্যালবামটি নিয়ে সবারই ব্যাপক আগ্রহ থাকে। আমিও শতভাগ মনোযোগ দিয়ে এ অ্যালবামের কাজ করছি। ইতোমধ্যে কয়েকটি গান নির্বাচন করে ফেলেছি।
এ অ্যালবামে ভক্ত-শুভকাঙ্ক্ষীদেরও দুটো গান রাখার সিদ্ধান্ত নিয়েছি।` এ প্রসঙ্গে কর্ণিয়া আরো বলেন, `ভেবে দেখলাম, প্রতিষ্ঠিত গীতিকারদের পাশাপাশি প্রথম অ্যালবামে ভক্ত-শুভকাঙ্ক্ষীদের লেখা গান গাইলে মন্দ হয় না। তাই এ সিদ্ধান্ত নিয়েছি। যারা ভালো গান লেখেন তাদের বলব, আপনারা আমার ফেসবুক ফ্যানপেজের ঠিকানায় গান পাঠিয়ে দিন। আর সেখানে থেকে বাছাই করে ভালোলাগা দুটো গান আমি গাইব।` বিভিন্ন ধারার গান দিয়ে কর্ণিয়া তার প্রথম একক অ্যালবামটি সাজাচ্ছেন। এতে রক, পপ এবং ফোক গানের পাশাপাশি নজরুলসঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীতেরও একটি করে গান রাখা হবে।
অ্যালবামের অধিকাংশ গানই ব্যান্ড মিউজিকের আদলে তৈরি করা হচ্ছে। এগুলোর সুর-সঙ্গীতায়োজন করছেন ধারক ব্যান্ডের ভোকাল নির্ঝর চৌধুরী ও চিরকুট ব্যান্ডের ইমন। ইতোমধ্যে অ্যালবামের কয়েকটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে কর্ণিয়া আরো বলেন, `শুরুতে চেয়েছিলাম, নতুন পাঁচটি গান দিয়ে অ্যালবামটি তৈরি করব। এর মধ্যে দুটি গান দুই ভার্সনে থাকবে। সব মিলিয়ে গানের সংখ্যা হবে ৭টি। কিন্তু পরে ভেবে দেখলাম, নতুন গানের সংখ্যা কম হয়ে যায়। তাই সিদ্ধান্ত পরিবর্তন করে অ্যালবামে ৭টি নতুন গান রাখছি। আর দুটি গান দুই ভার্সনে থাকবে। সব মিলিয়ে গানের সংখ্যা হবে ৯টি। সব গানই আমি একক কণ্ঠে গাইব।`
আগামী বছরের মাঝামাঝিতে কোনো একটি প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অ্যালবামটি প্রকাশ করা হবে। বর্তমানে কর্ণিয়া একক অ্যালবামের কাজ ও স্টেজশো নিয়ে ব্যস্ত আছেন। তাই আপাতত টিভি অনুষ্ঠানগুলোতে নিয়মিত অংশগ্রহণ করছেন না।