কলকাতা চলচ্চিত্র উৎসবে সেরা ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ২২ ডিসেম্বর ২০২২

২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা কুড়া পক্ষীর শূন্যে উড়া।

আন্তর্জাতিক প্রতিযোগিতা: ইনোভেশন ইন মুভিং ইমেজেস বিভাগে সিনেমাটি যৌথভাবে সেরা পুরস্কার জিতেছে। উৎসবের ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

খবরটি কুড়া পক্ষীর শূন্যে উড়া নির্মাতা নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নির্মাতা পোস্টে লিখেছেন, ‘যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র! এই পুরস্কার প্রিয় বন্ধু, প্রয়াত গাজী মাহতাব হাসান এবং সকল কলাকুশলী ও অভিনয় শিল্পীর প্রতি উৎসর্গ করছি।‘

উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছিল ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। ছবিটি এমনিতেও প্রশংসা কুড়িয়েছে কলকাতার দর্শক মহলে। ছবির কাহিনি ও নির্মাণ নিয়ে ইতিবাচক আলোচনা করেছেন কলকাতার দর্শক।

সিনেমাটির পরিচালক বাংলাদেশের মুহাম্মদ কাইউমের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এ সময় পাশেই ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

দেশের হাওর অঞ্চলের শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে কুড়া পক্ষীর শূন্যে উড়া সিনেমাটি। এর পুরোটা চিত্রায়ন হয়েছে দেশের বৃহত্তর হাওর অঞ্চল সুনামগঞ্জে।

দেশে সিনেমাটি মুক্তি পায় গত ৪ নভেম্বর। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জয়িতা মহলানবীশ ও উজ্জ্বল কবির হিমু।

একই বিভাগে স্পেনের আপন এন্ট্রি সিনেমাটি জিতে নিয়েছে সেরার পুরস্কার।

এমআই/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।