ছেলের টেলিছবিতে অভিনয় করলেন ওমরসানি


প্রকাশিত: ০৯:৩৪ এএম, ০৩ ডিসেম্বর ২০১৪

ছেলে স্বাধীনের চোখ ক্যামেরার পেছনে। সামনে বাবা দাঁড়িয়ে। সংলাপ বলছেন, এক্সপ্রেশন দিচ্ছেন। বারবার মাঝপথে আটকে দিচ্ছেন, ‘বাবা, ওই ব্যাক লুকটা আরেকবার দাও’। ওমর সানিও মেনে নিচ্ছেন। আবার শুরু রোলিং, অ্যাকশন, সংলাপ।

২ ডিসেম্বর উত্তরার দিয়াবাড়িতে ওমরসানিকে এ দিন আবিষ্কার করা গেলো সন্তানের বাধ্যগত ছাত্র হিসেবে।

মুখোমুখি দাঁড়িয়ে ওমরসানি ও শহিদুজ্জামান সেলিম। সেলিমের পেছনে একদল সাঙ্গপাঙ্গ। সেলিম উচ্চৈস্বরে হাসছেন। আশপাশে উৎসাহী লোকজনের ভিড় জমেছে। কোনভাবেই সরানো যাচ্ছে না তাদেরকে। এক দৃশ্য অনেকভাবে, অনেকক্ষণ ধরে ধারণ করা হচ্ছে। একটি ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা- সংশ্লিষ্ট সবার ভেতরেই। স্বাধীনের আগ্রহ নির্মাণে। এর আগে মা মৌসুমীর সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও। এবার তিনি পেশাদার পরিচালক। টেলিছবি ‘ডেসটিনেশন’ নিয়ে মাঠে নেমেছেন। ২ ডিসেম্বর ছিলো দৃশ্যধারণের প্রথম দিন। ওমরসানি ছাড়াও অভিনয় করছেন শহিদুজ্জামান সেলিম, সুজানা জাফর প্রমুখ।‘ডেসটিনেশন’-এ ওমরসানি বডিগার্ড ইব্রাহিম। সুজানার বডিগার্ড তিনি। এতে শহিদুজ্জামান সেলিমের দুই রূপ। এক চরিত্রের নাম সরদার, অন্যজন সেলিম। একজন খুবই ভালো, অন্যজন ভয়ানক খারাপ। এ চরিত্রগুলোর গন্তব্য জানাতেই ‘ডেসটিনেশন’।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।