এবার ক্যানসার আক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলার মা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:১৬ পিএম, ০৮ জানুয়ারি ২০২৩

ভারতীয় সদ্যপ্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মা ১৪ বছর আগে প্রথমবার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। ঐন্দ্রিলার অসুস্থতার ঠিক আগেই ক্যানসার ফিরে আসার রিপোর্ট হাতে পান তিনি। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে এ কথা জানা গেছে।

আরও পড়ুন: ঐন্দ্রিলার মৃত্যুর কাছে হেরেছে সব্যসাচীর ভালোবাসা!

ঐন্দ্রিলার মা এ প্রসঙ্গে বলেন, আমি আবারও ক্যানসারে আক্রান্ত! ব্লাডারে ক্যানসার ধরা পড়েছে, কেমো চলছে। ১৩ জানুয়ারি অপারেশন হবে।

গত বছর ২০ নভেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন ঐন্দ্রিলা। দ্বিতীয়বার ক্যানসারে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। অভিনেত্রীর মা শিখা দেবীও প্রথমবার বিয়ের আগে ক্যানসারে আক্রান্ত হন।

আরও পড়ুন: হার্ট অ্যাটাক করেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা

তারপর তিনি ঠিকই ছিলেন। ছোট মেয়ে ঐন্দ্রিলার অসুস্থতার পর থেকে আবারও ক্যানসারের লক্ষণ দেখা দেয় তার। ঐন্দ্রিলা নিজেও দুবার ক্যানসারকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন।

কিন্তু শেষবার স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর আর কোমা থেকে ফেরেননি। শেষ অবধি পাশে ছিল তার পরিবার। এবার লড়াই শুরু তার মায়ের।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।