রাঙা বউ সেজেছেন পূজা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:১৩ পিএম, ১০ জানুয়ারি ২০২৩

মডেল-অভিনেত্রী পূজা চেরী বউ সেজে আলোচনায় এসেছেন। রাঙা বউয়ের ছবি আজ (১০ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে তিনি তার ফেসবুকে প্রকাশ করেছেন।

ছবিতে দেখা গেছে মেহেদি রাঙা হাতে লাল শাড়িতে ঘোমটা দিয়ে বউ সেজে আছেন পূজা।

পূজা তার বউ সেজে থাকা ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘সকালের শুধু একটি ছোট ইতিবাচক চিন্তা আপনার পুরোদিন বদলে দিতে পারে।’

আরও পড়ুন: কাজের বাইরে পূজার সঙ্গে কোনো সম্পর্ক নেই: শাকিব খান

পূজার এ ছবিতে তার ভক্তরা বিভিন্ন ধরনের মজার মজার মন্তব্য করছেন। এই ছবি দেখে সজিব নামের একজন লিখেছেন, ‘পাশে সাকিব খান মিস হয়ে গেছে, ক্যামেরাটা তার দিকেও একটু ঘুরিয়ে ধরা উচিত ছিল আপু’।

এদিকে সম্প্রতি পূজা চেরীর সঙ্গে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনার ঝড় উঠেছিল। যদিও বিষয়টি শাকিব-পূজা দুজনেই উড়িয়ে দিয়েছেন।

আরও পড়ুন: পূজাকে হিজাবে দেখে মুগ্ধ ভক্তরা

jagonews24

উল্লেখ্য, পূজা চেরী শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর নূর জাহান চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে। একই বছর তিনি ব্যবসাসফল পোড়ামন ২ ও দহন চলচ্চিত্রে অভিনয় করেন।

আরও পড়ুন: এটা ওয়েব ফিল্মের শুটিংয়ের একটি দৃশ্য: পূজা চেরি

পূজা শিশুশিল্পী হিসেবে ভালোবাসার রঙ তবুও ভালোবাসি ও অগ্নি চলচ্চিত্রে অভিনয় করেছেন। মারাঠি ভাষার বিপুল প্রশংসিত সৈরাট সিনেমার ছায়া অবলম্বনে নির্মিত নূর জাহান চলচ্চিত্র দিয়ে পূজার অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ হয়। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন আরেক নবাগত আদৃত। তার দ্বিতীয় চলচ্চিত্র পোড়ামন নবাগত পরিচালক রায়হান রাফী পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন সিয়াম আহমেদ। পূজা তার নান্দনিক অভিনয় দিয়ে এরই মধ্যে সবার মন জয় করে নিয়েছেন।

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।