দেহ ব্যবসার অভিযোগ থেকে মুক্ত শ্বেতা
দেহ ব্যবসায় জড়িত থাকার অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ। শনিবার ভারতের হায়দরাবাদের একটি আদালত তাকে ওই অভিযোগ থেকে মুক্তি দেন। শ্বেতার আইনজীবী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হায়দরাবাদের বানজারা হিলসের এক অভিজাত হোটেল থেকে তাকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে দেহ ব্যবসায় জড়িত থাকার অভিযোগ আনা হয়।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, পরিবার ও ব্যক্তিগত খরচ সামলাতে এ পেশায় এসেছেন শ্বেতা। এরপর তার পক্ষে সোচ্চার হতে থাকেন বলিউড অভিনেতা-অভিনেত্রীরা।
ইন্ডিয়া টাইমসের এক প্রশ্নে দীপিকা বলেন, যদি কেউ তার পরিবার ও নিজের ব্যক্তিগত খরচ চালাতে গিয়ে বাধ্য হয়ে এই পথ বেঁছে নেন এবং তার সামনে অন্য কোনো পথ খোলা না থাকে। তাহলে এক্ষেত্রে কোনো ভুল নেই। তার পাশে দাঁড়ানো ও তাকে সমর্থনের এটিই সময়।
শ্বেতার আইনজীবী সাংবাদিকদের জানান, শ্বেতার বিপক্ষে কোন তথ্য-প্রমাণ না থাকায় আদালত তাকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছেন।
রায় প্রসঙ্গে শ্বেতা বসু বলেন, হ্যাঁ হায়দরাবাদের আদালত আমাকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছেন। এটা আমার ও আমার পরিবারের জন্য কতটা স্বস্তির নিশ্বাস এনে দিয়েছে, তা ভাষায় প্রকাশ করতে পারছি না।