নাইকনের মডেল পিয়া


প্রকাশিত: ১২:১৬ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৪

রুটসের গানের মিউজিক ভিডিওতে কাজ করে ইতোমধ্যে দিল্লি মাতিয়েছেন বাংলাদেশের মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া। এবার মাতাচ্ছেন রাজস্থানের জায়সালমির। থর মরুভূমির আশপাশের এ এলাকায় শ্যুটিং করছেন বিশ্ববিখ্যাত নাইকন ক্যামেরার একটি বিজ্ঞাপন চিত্রে।

পিয়া বলেন, ভারতের রাজস্থানে সম্প্রতি নাইকন ক্যামেরার মডেল হিসেবে শুটিংয়ে অংশ নিয়েছি। এটি বিভিন্ন দেশে নাইকনের প্রচারণার অংশ হিসেবে প্রচার হবে। আন্তর্জাতিক পর্যায়ের এই কাজটি করতে এসে অনেক নতুন অভিজ্ঞতা হচ্ছে। আরও এক মাস ভারতে অবস্থান করতে হবে। এ ছাড়া ভারতে আরও কিছু বিজ্ঞাপনের মডেল হিসেবে শুটিংয়ে অংশ নেব। জানুয়ারিতে ঢাকার ফিরব আশা করছি।
আন্তর্জাতিক অঙ্গনে পিয়ার পদচারণা নতুন নয়। ২০০৭ সালে মিস বাংলাদেশ নির্বাচিত হওয়ার পর আন্তর্জাতিকভাবে নিজেকে তুলে ধরেন পিয়া। আন্তর্জাতিক পর্যায়ে একাধিক শো’তে অংশ নিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে জার্মানীর টপ মডেল অব দ্য ওয়ার্ল্ড, সাউথ কোরিয়ার মিস ইউনিভার্সিটি ২০১১ ও মিস ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনাল ২০১৩।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।