৩ টম ক্রুজ একসঙ্গে!

৩ টম ক্রুজ একই ফ্রেমে! সিনেমায় না হয় সম্ভব, তাই বলে বাস্তবে এমনটি কেমন করে ঘটে! এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ময়ের সীমা নেই।
৩ জনের কোনজন সত্যিকারের টম আর কারা নকল তা নিয়ে সংশয় তো আছেই। অন্যদিকে বাকি দুজন আদৌ রক্তমাংসের মানুষ, না কি কৃত্রিম বুদ্ধিমত্তা— তা নিয়েও তুমুল আলোচনায় মেতেছেন নেটিজেনরা।
আরও পড়ুন: ৮৩ বছর বয়সে থেমে গেল পপ গায়িকা টিনার কণ্ঠ
‘দ্য মিশন ইম্পসিবল-৭’ সিনেমার শুটিং শেষের উদযাপনে ‘তিন টম রহস্য’নিয়ে এখন সিনেমা পাড়ার কৌতূহল বাড়াছে। ছবির দিকে তাকিয়ে থেকে চোখে ধাঁধা লেগেছে অনেকেরই।
আরও পড়ুন: ২৯ বছর বয়সী বান্ধবীর সন্তানের বাবা হচ্ছেন ৮৩ বছরের অভিনেতা
ক্যাপশনে যদিও লেখা ছিল টম এবং তার দুই স্টান্ট ডাবল (অ্যাকশন দৃশ্যের জন্য ভাড়া করা অভিনেতা), তবু ৩ জন হুবহু একই আকৃতির মানুষ দেখে বিস্ময়ের অবধি নেই অনুরাগীদের। টম কোনটি তাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কেউ মন্তব্য করছেন, আসল কে আর নকল কে, কেউ কি বুঝতে পারছেন?
Tom Cruise's stunt doubles at the wrap party of Mission Impossible 7
— Lakshmi R Iyer (@LakshmiRIyer) June 7, 2023
Pic credit :- Facebook Harsh Warrdhan pic.twitter.com/GV6FwaOtO9
আবার কেউ মজা করে বললেন, টমের স্টান্ট ডাবলরাই আসলে তাদের স্টান্ট ডাবলের সঙ্গে ছবি দিয়েছেন। আরেকজন লিখেছেন, ইয়ার্কি নাকি! এগুলো সব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র কাজ। এ ৩ জনের মধ্যে ১ জনও আসল টম নন? এমন সম্ভাবনার কথাও উড়িয়ে দিলেন না মন্তব্যকারীরা।
আলোচনা যা-ই হোক, ছবির কাজ যে শেষ হয়েছে তা নিয়ে সন্দেহ নেই। ষাট বছরের টম মহাকাশে শুট করে হইচই ফেলে দিয়েছিলেন যে ছবির জন্য, সেই ‘মিশন: ইম্পসিবল-ডেড রেকনিং’ খুব শিগগির মুক্তি পাবে। স্টুডিওতে নয়, মহাকাশেই তৈরি হয়েছে সেই ছবি।
আরও পড়ুন: নতুন প্রেমের উন্মাদনা উপভোগ করছেন শাকিরা
আগামী ১৪ জুলাই প্রেক্ষাগৃহে আসছে ‘মিশন: ইম্পসিবল ডেড রেকনিং’। এরপরের পর্বের শুটিং শেষ হওয়ার পরই ছবি ভাগ করেছেন নায়ক। যা নিয়ে এত শোরগোল।
এমএমএফ/জিকেএস