মধ্য রাতে তৌকীর জেনির সাত মাইল


প্রকাশিত: ০৭:৫৭ এএম, ১৩ মার্চ ২০১৬

রাবেয়া খাতুনের গল্পে নির্মিত হলো ২৬ মার্চের নাটক ‘মধ্য রাতে সাত মাইল’। এতে জুটিবদ্ধ হয়েছেন তৌকীর আহমেদ ও জেনী।

চ্যানেল আইয়ের জন্য এ নাটকটি নির্মাণ করেছেন আবুল হায়াত। নাট্যরূপ দিয়েছেন ফজলুল করিম। প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে। এ নাটকে আরো অভিনয় করেছেন নাজমুল হুদা বাচ্চু, রজত, শফিক খান দিলু প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে- নতুন বিয়ে করেছে ইমরান। তার স্ত্রী সন্তান সম্ভবা। যুদ্ধ শুরু হয়েছে, শহর থেকে সবাই প্রায় গ্রামমুখী। ইমরানের যুদ্ধে যাওয়ার ইচ্ছে। কিন্তু মার কথা স্ত্রীর ভেবে এবং এই অবস্থায় স্ত্রীকে ফেলে যুদ্ধ যেতে পারে না। এর মধ্যেই খবর আসে আজ রাতেই পাক সেনারা হানা দেবে। বাধ্য হয়ে সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে পা বাড়ায় সে।

রাতের আঁধারে নৌকা করে পরে সাত মাইল হেঁটে গন্তব্যস্থলে পৌঁছে। কিন্তু শেষ পর্যন্ত স্ত্রী ও নবজাতক সন্তান স্বাধীন দেশের মুক্ত আলো দেখতে পারবে ইমরানের? বাকিটা জানতে চোখ রাখতে হবে চ্যানেল আইয়ে।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।