হাসপাতাল থেকে ছাড়া পেলেও বমি কমছে না ম্যাডোনার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ৩০ জুন ২০২৩

বিশ্ববিখ্যাত পপ তারকা ম্যাডোনা হাসপাতাল থেকে ছাড়া পেলেও সুস্থ হননি মোটেই। এখনো তিনি অসুস্থার সঙ্গে রীতিমতো পাঞ্জা লড়ছেন। সমানে বমি করে চলেছেন। জানা গেছে, ৬৪ বছরের গায়িকা তার নিউ ইয়র্কের বাড়িতে এখন শয্যাশায়ী।

গত শনিবার হঠাৎ করেই সংজ্ঞা হারান তিনি। ম্যাডোনাকে ভর্তি করানো হয় নিউইয়র্ক সিটি হাসপাতালে। অবস্থা এতটাই গুরুতর হয়ে গিয়েছিল যে, তাকে আইসিইউতে স্থানান্তর করাতে হয়।

আরও পড়ুন: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে পপ তারকা ম্যাডোনা

ম্যাডোনার ম্যানেজার গাই ওজারি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন সেই খবর। তিনি আরও জানান, অসুস্থতার জন্য নিজের অনুষ্ঠানও বাতিল করতে বাধ্য হয়েছেন পপ তারকা।

গত ২৪ জুন ম্যাডোনার গুরুতর এক জীবাণু সংক্রমণ হয়। হাসপাতালের আইসিইউতে চিকিৎসা চলার পর কিছুটা স্থিতিশীল ছিলেন গায়িকা। চিকিৎসায় সাড়াও দিয়েছেন। তবে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে এখনো বেশ সময় লাগবে তার।

শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই আগামী ট্যুরও বাতিল করা হয়েছে ম্যাডোনার টিমের পক্ষ থেকে। তবে গায়িকা সুস্থ হয়ে উঠলেই ট্যুরের নতুন তারিখ ও টিকিট সংক্রান্ত তথ্য জানানোর আশ্বাসও দিয়েছেন গাই ওজারি।

আরও পড়ুন: হোটেলের খাবার খেয়ে সিনেমার পরিচালকের মৃত্যুর অভিযোগ

আগামী জুলাই মাস থেকে ‘ওয়ার্ল্ড ট্যুর’-এ যাওয়ার কথা ম্যাডোনার। আমেরিকা, ব্রিটেনের একাধিক শহর হয়ে আমস্টারডামে শেষ হওয়ার কথা ‘সেলিব্রেশন ট্যুর’-এর। ট্যুরের প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন পপ তারকা। একাধিক ছবিও সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেছিলেন তিনি। তবে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত মঞ্চে ফেরা হবে না গায়িকার।

এরই মধ্যে বাড়িতেও তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। বিছানা থেকে উঠতেই পারছেন না। আবার তাকে হাসপাতালে ভর্তি করাতে হবে কি না, সেই আশঙ্কাও করছেন নিকটজনেরা।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।