ইহ জগতে আপনি আমার বাংলাদেশ: স্বাধীন খসরু

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫১ পিএম, ১৯ জুলাই ২০২৩

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস আজ (১৯ জুলাই)। তিনি গল্প, উপন্যাস, ভ্রমণ, আত্মজীবনী, কিশোর সাহিত্য, গান-কবিতাসহ নানান স্বাদের লেখায় পাঠকের মন জয় করে নিয়েছিলেন। পাশাপাশি নির্মাণ করেছেন কালজয়ী অসংখ্য নাটক ও সিনেমা।

এসব নির্মাণ করতে গিয়ে তিনি অনেক অভিনয়শিল্পী তৈরি করেছেন শোবিজ অঙ্গনে। এদের মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু। তার প্রায় সবকটি নাটক ও সিনেমায়ই অভিনয় করেছেন এ অভিনেতা।

আরও পড়ুন: হুমায়ূনকে হারানোর দিন, হুমায়ূনকে স্মরণের দিন

হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস উপলক্ষে স্বাধীন খসরু তার ফেসবুকে বেশ কয়েকটি পোস্ট করেছেন। আজ বুধবার (১৯ জুলাই) প্রথম পোস্টে প্রয়াত হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করার ছবি পোস্ট করেছেন। ছবির সঙ্গে স্বাধীন খসরু লিখেছেন, ‘ইহ জগতে আপনি আমার বাংলাদেশ। যেখানে আছেন ভালো থাকুন, শান্তিতে থাকুন। আপনার স্বীকৃত হিমু... সে আসে ধীরে।’

আরও পড়ুন: হুমায়ূন আহমেদের শেষ গান নিয়ে আসছেন সেলিম চৌধুরী

স্বাধীন খসরু তার ফেসবুকের দ্বিতীয় পোস্টে হুমায়ূন আহমেদ ও স্বাধীন খসরুর সাদা-কালো একটি ছবি প্রকাশ করেছেন। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আজ সারারাত ঘুমাইনি, ঘুমাতে পারিনি, হিমু, রুপা, মাজেদা খালা আর মিসির আলীর স্রষ্টার জন্য।’ তৃতীয় পোস্টেও একই ছবি প্রকাশ করেছেন। স্বাধীন খসরু লিখেছেন, “আজ থেকে চলবে ‘হুমায়ূননামা’। থাকুন ‘খোলা হাওয়া’র সাথে।”

আরও পড়ুন: গানের হুমায়ূন সুরের হুমায়ূন

২০১২ সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হুমায়ূন আহমেদ। ইচ্ছে অনুযায়ী তাকে সমাহিত করা হয়েছে তার হাতেগড়া নুহাশপল্লিতে। দিনটি গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন তার ভক্ত, কবি, লেখক ও নাট্যজনরা।

এমআই/এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।