টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি করেছেন গোবিন্দ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ০৪ আগস্ট ২০২৩

বলিউড তারকা গোবিন্দ তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি করেছেন। উত্তর ভারতের শোভাযাত্রাকে ঘিরে অশান্তির কথা নিয়ে করা একটি টুইট, আর সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মুখ খুললেন বলিউড অভিনেতা গোবিন্দ।

গোবিন্দ অভিযোগ করে জানান, তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, সম্প্রতি উত্তর ভারতের একটি ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল। এ পরিস্থিতিতে নিজের টুইটার অ্যাকাউন্টে ধর্মীয় হিংসাকে কেন্দ্র করে গোবিন্দর একটি টুইট ভক্ত-অনুরাগীদের চোখে পড়ে।

আরও পড়ুন: গোবিন্দের কড়া সমালোচনা করলেন কাদের খানের ছেলে

সেখানে জনতার বিক্ষোভের ছবি দেখা গিয়েছিল। আর সেই টুইট চোখে পড়তেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকে সেই টুইট নিয়ে ট্রোলিং শুরু করেন। তবে অনেকে আবার পাশেও দাঁড়িয়েছেন এ তারকার। তারা দাবি করেছিলেন, তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।

আবারও পড়ুন: রানি মুখার্জির ঘরে ধরা পড়েন গোবিন্দ, ডিভোর্সের হুমকি দেন স্ত্রী

এ বিষয়ে বুধবার পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানি গোবিন্দ। তবে বৃহস্পতিবার নিজের অবস্থান পরিষ্কার করেন গোবিন্দ। এ মুহূর্তে তিনি বিতর্ক থেকে দূরে থাকার জন্য নিজের টুইটার অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দিয়েছে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করে তিনি, জানিয়েছেন, তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। একথা তিনি কেবলই জানতে পেরেছেন। আর এ বিষয়ে পুলিশেও অভিযোগ দায়ের করেছেন তিনি।

আরও পড়ুন: ৫০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন গোবিন্দ

অনুরাগীদের জন্য গোবিন্দ বার্তা দিয়েছেন, এ ধরনের টুইট আমি করিনি। এমনকি আমার টিমের কেউই এ ধরনের মেইল করেনি। আমি দীর্ঘদিন টুইট ব্যবহারই করি না। ফলে এই ধরনের টুইট করিনি আমি। তাহলে এ ধরনেরর ঘটনা কেন ঘটল! আমি সাইবার সেলে অভিযোগ জানিয়েছি, দেখা যাক কি করা যায়।

কীভাবে এই ঘটনা ঘটল, সেই সম্ভাবনার কথাও বলেছেন অভিনেতা। তিনি বলেছেন, সামনেই নির্বাচন আসছে। আমার ধারণা, কেউ হয়ত ভেবেছেন, আমি কোনো দলের হয়ে নির্বাচনে লড়াই করব। তাই সম্ভবত এই কাণ্ড ঘটিয়েছেন। বিষয়টা দেখবে পুলিশ।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।