জায়েদ খানের সঙ্গে অভিনয় করতে বাংলাদেশে সায়ন্তিকা
চলতি মাসের শুরুতেই খবর চাউর হয়, ঢাকাই সিনেমায় অভিনয় করবেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে কলকাতার সংবাদমাধ্যমকে এ নায়িকা জানিয়েছিলেন, সিনেমাটি নিয়ে কথাবার্তা চলছে। এবার সেই সিনেমায় কাজ করতে ঢাকায় এলেন সায়ন্তিকা।
বুধবার (৩০ আগস্ট) একটি ফ্লাইটে ঢাকায় আসেন কলকাতার এই অভিনেত্রী। এসময় তাকে ফুল দিয়ে স্বাগতম জানান আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। আজ থেকে কক্সবাজারে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জাগো নিউজকে জানান জায়েদ খান।
তিনি বলেন, আজ থেকে কলকাতার নায়িকা সায়ন্তিকার সঙ্গে শুটিং করবো। এখন বিমানে উঠছি কক্সবাজারে সিনেমাটির শুটিং করতে যাচ্ছি। এর আগে আমার সঙ্গে কোনো কথা হয়নি সায়ন্তিকার। কয়েকদিন আগে সাইন করেছি। চুক্তি না হলে কীভাবে বলব, তাই সেই সময়ে অস্বীকার করেছি। এখন এই সিনেমায় অভিনয় করছি। এই প্রথম কলকাতার কোনো নায়িকার সাথে নায়ক হলাম।’
এর আগে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৫ আগস্ট থেকে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার সিনেমায় কাজ করার অনুমতি দেওয়া হয়েছে সায়ন্তিকাকে। সেখানে উল্লেখ আছে, রং মাল্টিমিডিয়ার ব্যানারে ‘ছায়াবাজ’ সিনেমায় অভিনয় করবেন তিনি। প্রযোজনার দায়িত্বে রয়েছেন মো. মনিরুল ইসলাম।
জানা গেছে, সিনেমাটি পরিচালনা করবেন তাজু কামরুল। নির্মাণ হবে পুরোপুরি বাণিজ্যিক ধারায়। একটানা কাজ করে শেষ হবে সিনেমাটির চিত্রায়ণ।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এর আগে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেছেন। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাকাব’ সিনেমাতে শাকিব খানের নায়িকা ছিলেন তিনি।
এমআই/এমএস