নেট দুনিয়া মাতাচ্ছে রাকিবের ‘কালাচান-২’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৯ পিএম, ১৯ অক্টোবর ২০২৩

‘আহারে কালাচান তোমার লাগি দিল টা পেরেশান’- গানটির আকর্ষণীয় লাইনটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল! মিউজিক ভিডিওটি নির্মাণ করছেন রাকিব আহমেদ। ‘কালাচান-২’ শিরোনামে গানটি লিখেছেন সালাউদ্দিন সাগর, কম্পোজ করেছেন এফএ প্রীতম।

‘কালাচান-২’ গানে কণ্ঠ দিয়েছেন ‘নয়া দামান’ খ্যাত শিল্পী তসিবা বেগম এবং র‌্যাপ করেছেন রিজন।

দুই বাংলায়ও গানটির মিউজিক ভিডিও বেশ প্রশংসিত হয়েছে। তার ধারাবাহিকতায় ‘কালাচান-২’ শিরোনামে মিউজিক ভিডিও অন্তর্জালে মুক্তি দিয়েছেন। রাকিব আহমেদ বলেন, ‘সব সময় নতুন কিছু করতে ভালো লাগে। নাটক ও বিজ্ঞাপন নির্মাণ থেকে মিউজিক ভিডিও নির্মাণ করতে বেশি পছন্দ করি। এখানে আমার কাছে মনে হয় কাজ করার জায়গা আছে। তাই বেশি পছন্দ করি মিউজিক ভিডিও নির্মাণ করতে।’

তিনি আরও বলেন, ‘‘কালাচান’ মতো ‘কালাচান-২’ আমাকে নির্মাণ করতে অনেক স্বাধীনতা দিয়েছে। আশা করছি এই মিউজিক ভিডিওটা দর্শক ভালোভাবে নেবে।’’

‘কালাচান-২’ গানটি মিউজিক ভিডিও বার্নাবি রেকর্ডসের ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে। অল্পসময়ে অনেক দর্শক দেখেছেন। পাশাপাশি টিকটক অ্যাপ থেকেও হাজার হাজার ভিডিও বানানো হয়েছে ‘কালাচান’ গান দিয়ে।

এমআই/এসইউ/জিকেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।