বর্ষসেরা নারী জ্যাকলিন


প্রকাশিত: ০২:৫২ এএম, ২০ ডিসেম্বর ২০১৪

বর্ষসেরা নারীর খেতাব অর্জন করেছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। সাবেক এই শ্রীলংকান সুন্দরী প্রাণী সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রাণী অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা পেটা তাকে এই সম্মানে ভূষিত করেছে।

ইন্ডিয়া টুডের খবরে জানা গেছে, ব্যক্তিগতভাবেই জ্যাকলিন ভীষণ পশু-পাখিপ্রেমী। তাই তিনি প্রাণী অধিকার বিষয়ক সংস্থা পেটার সঙ্গে সম্পৃক্ত হয়ে ঘোড়ার গাড়ির বিরুদ্ধে এবং বুনো হাতি রক্ষার্থে কাজ করে চলেছেন। এমনকি জ্যাকলিন ভারত ও শ্রীলংকার একাধিক গ্রাম পরিদর্শন করে গ্রামবাসীদের বুঝিয়েছেন, প্রাণী হত্যা প্রকৃতির ওপর বিরূপ প্রভাব ফেলে। মূলত এসব কাজের স্বীকৃতি হিসেবে তাকে ২০১৪ সালের বর্ষসেরা নারীর খেতাবে ভূষিত করা হয়েছে।

এ প্রসঙ্গে পেটার পরিচালক বলেন, `জ্যাকলিন হলেন বলিউডের রোল মডেল। কারণ, তিনি তার তারকাখ্যাতি প্রাণী রক্ষায় ব্যবহার করছেন। প্রাণীর প্রতি তার সহজাত মায়া-মমতা ও ভালোবাসা প্রদর্শন করে সমাজের মানুষকে উৎসাহিত করছেন।` সমাজসেবার পাশাপাশি ২৯ বছর বয়সী জ্যাকুলিন বর্তমানে `রয়` (বলিউড) এবং `ডেফিনেশন অব ফিয়ার`সহ (হলিউড) ৪টি ছবিতে অভিনয় করছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।