গল্প পছন্দ হলে সিনেমায় অভিনয় করবেন প্রভা


প্রকাশিত: ০২:৪৮ এএম, ২২ ডিসেম্বর ২০১৪

টিভি নাটকে অভিনয় নিয়ে দারুণ ব্যস্ত সময় অতিক্রম করছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি পূবাইলে সালাউদ্দিন লাভলুর পরিচালনায় একটি নতুন ধারাবাহিক নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী।


প্রভা বলেন, পূবাইলে সালাউদ্দিল লাভলু পরিচালিত নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছি। এই নাটকটির সম্পর্কে এখনই কিছু জানাতে চাচ্ছি না। শিগগিরই বিস্তারিত জানানো হবে।


প্রভা অভিনীত বেশ কিছু ধারাবাহিক নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হচ্ছে। এছাড়া এক ঘণ্টার নাটকেও অভিনয় করছেন তিনি। এরই মধ্যে একাধিকবার বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে চলচ্চিত্রে অভিনয় করছেন প্রভা।


এ বিষয়ে প্রভা বলেন, চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছে তো আছে। তবে সবকিছু পছন্দ হলেই তবে চলচ্চিত্রে অভিনয় করব। আপাতত ধারাবাহিক নাটকেই বেশি কাজ করা হচ্ছে। তবে এক ঘণ্টার নাটকেও অভিনয় করছি।


চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে প্রভা আরও বলেন, সম্প্রতি একজন চলচ্চিত্র নির্মাতা আমার সঙ্গে ফোনে কথা বলেছেন। আমি তাকে বলেছি গল্প পছন্দ হলে তবেই চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে আলোচনা শুরু করব। আলোচনায় সব বিষয় যদি ভালো লাগে তবেই চলচ্চিত্রে অভিনয় করব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।