প্রিমিয়ারে প্রশংসিত রেদওয়ান রনির আইসক্রিম


প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ২৮ এপ্রিল ২০১৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’  ছবিটি প্রিমিয়ারে দারুণ প্রশংসিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় এ ছবির প্রিমিয়ার অনুষ্ঠান।

প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা, কথাসাহিত্যিক আনিসুল হক, নির্মাতা মোস্তফা কামাল রাজ,  ওমর সানি, রেদওয়ান রনিসহ আইসক্রিম ছবির তিন অভিনেতা-অভিনেত্রী রাজ, তুষি, উদয় ছাড়াও আরো অনেকে।

সেখানে ছবির প্রদর্শন শেষে হলভর্তি দর্শক নির্মাতা রনির নির্মাণের মুন্সিয়ানা দেখে প্রশংসাও করেন। উপস্থিত অনেকেই বলেছেন তিন তরুণকে নিয়ে রনি যে বাজি ধরেছিলেন সেদিক থেকে তিনি অনেকটাই সফল। এছাড়া ছবির গল্পের সঙ্গে গানগুলোও মুগ্ধ করেছে দর্শকদের।

"
এসময় আবেগে আপ্লুত হয়ে নির্মাতা রনিসহ রাজ-তুষি এবং উদয় কেঁদে ফেলেন। প্রিমিয়ার শেষের রনি বলেন, ছবিটির প্রচারণায় অনেকবারই বলেছি আমার আইসক্রিমে দর্শকরা একটি নিরেট হৃদয়ছোঁয়া গল্প দেখতে পাবেন। আশা করি আমি দর্শকদের কাছে দেয়া প্রতিশ্রুতি রেখেছি।

মূলত তিন তরুণের ক্রিভুজ প্রেমের হাসি-কান্নাকে উপজীব্য করে এক সাধারণ গল্পকে রনি ফুটিয়ে তুলেছেন অসাধারণভাবে। ছবিটি প্রসঙ্গে রাজ বলেন, প্রিমিয়ার শেষে সকলের প্রশংসায় চোখ ভিজে গিয়েছিল। সত্যি আমাদের পুরো টিমের এতদিনের পরিশ্রমটি মনে হচ্ছে স্বার্থক হয়েছে। এই প্রেরণাটা আগামীতে আমার এবং ছবির সকলের চলার পথে উৎসাহ যোগাবে।

"
এদিকে শুক্রবার সারাদেশে ত্রিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আইসক্রিম ছবিটি। এরপর আগামীতে হল সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা যায়।

ছবিটি প্রযোজনায় করেছে পিং-পং এন্টারটেইনমেন্ট, পপকর্ন ফিল্মস এবং টপ অব মাইন্ড। আইসক্রিম ছবিতে রাজ-তুষি-উদয় ছাড়াও আরো অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, ওমর সানি, প্রয়াত অভিনেত্রী দিতি এবং অভিনেতা সায়েম সাদাত।

এনই/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।