ওয়ার্নিং দিয়ে নতুন বছরে মাহি (দেখুন ছবিতে)


প্রকাশিত: ১১:৫৯ এএম, ২২ ডিসেম্বর ২০১৪

বছরের শেষ ও শুরুতে বড় পর্দাজুড়ে থাকছেন অভিনেত্রী মাহিয়া মাহি। দেশা: দ্য লিডার দিয়ে বছর শেষ করে ওয়ার্নিং নামের নতুন ছবি নিয়ে দর্শকদের সামনে আসছেন এই অভিনেত্রি। এছাড়া নতুন বছরের প্রথম ভাগেই মাহির আরও চারটি ছবি মুক্তি পাবে।



এ বছরের শেষ সপ্তাহে অর্থাৎ ২৬ ডিসেম্বর মুক্তি পাচ্ছে জাজ মাল্টিমিডিয়ার দেশা: দ্য লিডার ছবিটি। নতুন বছরের শুরুর দিকেই থাকছে মাহির আরও একটি ছবি, সাফি উদ্দীন সাফি পরিচালিত ওয়ার্নিং। এটি মুক্তি পাবে ৯ জানুয়ারি। একই মাসের ২৩ তারিখে জাজের আরও একটি ছবি রোমিও ভার্সেস জুলিয়েট-এও মূল নারী চরিত্রে দেখা যাবে তাকে।



পরপর ছবির মুক্তি নিয়ে মাহি বলেন, “বিষয়টি আনন্দের। বছরের শেষ এবং নতুন বছরের শুরু থেকেই টানা কয়েক মাস আমার ছবিগুলো প্রেক্ষাগৃহে থাকবে। লম্বা সময় ধরে দর্শকের কাছাকাছি থাকা যাবে।”



৬ ফেব্রুয়ারি সাফি পরিচালিত আরও একটি ছবি মুক্তি পাবে। এতেও থাকছেন মাহিয়া মাহি। ছবির নাম বিগ ব্রাদার। এরপর মার্চ মাসে ছোট্ট একটা বিরতি শেষে ১০ এপ্রিলে মাহি ফিরবেন অনেক দামে কেনা ছবিটি দিয়ে। এর পাশাপাশি মাহির অগ্নি-২, নিয়তি, ওয়ারিশ তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। মাহি জানান অগ্নি-২ জানুয়ারি, নিয়তি মার্চ এবং ওয়ারিশ-এর শুটিং জুন থেকে শুরু হতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।