প্রকাশ হলো ফাহিম ফয়সালের গানের ভিডিও


প্রকাশিত: ১১:৫০ এএম, ১১ মে ২০১৬

গানের প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ব্যানারে বাজারে আসা ফাহিম ফয়সালের ‘ভালোবাসার শেষ খেয়াল’ অ্যালবাম জনপ্রিয় গান ‘নীলচে আকাশ’। সম্প্রতি গানটির মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে।

সাজিদ সরকারের সংগীতায়োজনে এই গানের সুরারোপ করেছিলেন শিল্পী নিজেই। গানটি বেশ সাড়া পেয়েছিলো শ্রোতাদের মাঝে। সে সাফল্যেই নির্মিত হয়েছে এর মিউজিক ভিডিও।

বর্তমানে ইউটিউব সব বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হচ্ছে ‘নীলচে আকাশ’। সবুজের মাঝে প্রাকৃতিক পরিবেশে নির্মিত হয়েছে ভিডিওটি। এটি নির্মাণ করেছে ই-মিউজিক। নয়নাভিরাম চিত্রায়নের জন্যে মুক্তির পরপরই গানটি শ্রোতামহলে বেশ ভালো সাড়া পেয়েছে।

এই বিষয়ে গানটির শিল্পী ও সুরকার ফাহিম ফয়সাল জানান, ‘প্রথমে আমি বুঝতে পারিনি ই-মিউজিক ঠিক কি করতে যাচ্ছে। শুটিং পরবর্তী সময়ে ভিডিওটি যখন দেখলাম তখন বুঝলাম তাদের মুন্সিয়ানার বিষয়ে। প্রকৃতিঘেরা চমৎকার সব স্থানে গানটির চিত্রায়ন করা হয়েছে। এই গানের ভিডিও পরিচালনায় ছিলেন ইয়ামিন ইলান। গানটিতে আমার সঙ্গে মডেল হয়েছেন নবাগতা জাহরাহ নুর।’

স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোর পাশাপাশি ‘নীলচে আকাশ’ গানটি বর্তমানে প্রচার হচ্ছে জি-সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফাহিম ফয়সালের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও। এছাড়া ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও গানটি প্রচার হচ্ছে।

দেখুন ফাহিম ফয়সালের গানের ভিডিওটি :


এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।