এবার দেশের দর্শকদের জন্য ‘বলী’

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে প্রশংসা কুড়ানোর পর আজ (৭ ফেব্রুয়ারি) দেশের ৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বলী’। এটি নির্মাণ করেছেন ইকবাল হোসেন চৌধুরী। এতো কম সময় হাতে রেখে মুক্তির পরিকল্পনা নিয়ে ‘বলী’র প্রযোজক জানান, ১৪ ফেব্রুয়ারি মুক্তির পরিকল্পনা করলেও শেষ সময়ে এসে পরিচালকসহ অন্যান্যদের সাথে আলোচনা করে মুক্তির তারিখ এক সপ্তাহ সামনে এগিয়ে নিয়ে আসা হয়।
২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ‘বলী’ সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন মর্যাদাপূর্ণ উৎসবে প্রদর্শিত হয়েছে। সর্বশেষ, এটি ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে মনোনীত ও প্রদর্শীত হয়।
আরও পড়ুন:
চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলের ঐতিহ্যবাহী কুস্তি খেলা ‘বলী’কে কেন্দ্র করে গড়ে ওঠা এক অনন্য কাহিনী নিয়ে নির্মিত এই ছবি। পরিচালকের বাড়িও চট্টগ্রামে।
২০২১ সালে বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত ‘বলী’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এছাড়াও, অভিনয় করেছেন প্রিয়ম আর্চি, এ কে এম ইতমাম ও অ্যাঞ্জেল নূর।
এমআই/এমএমএফ/এমএস