বিয়ের উৎসবে শিশুর যত্ন নিন সহজভাবে

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬
ছবি: এআই

 

শীতের বিয়ে, হালকা আলো আর উৎসবের ভিড়ে শিশুর যত্ন নেওয়া অনেক সময় চ্যালেঞ্জের মতো মনে হয়। কারণ ঠান্ডা আবহাওয়া, ভিড় এবং দীর্ঘ অনুষ্ঠান শিশুর স্বাচ্ছন্দ্য কমিয়ে দিতে পারে। তবে কিছু ছোট কৌশল মানলে শিশুর আরাম, নিরাপত্তা এবং মনোবল বজায় রেখে পুরো অনুষ্ঠানকে আনন্দময়ভাবে উপভোগ করা সম্ভব। এই কৌশলগুলো পরিবারের সবাইকে বিয়ের আনন্দ উপভোগ করতে সাহায্য করে।

১. আরামদায়ক পোশাক নির্বাচন
শিশুর জন্য নরম ও হালকা কাপড় বেছে নিন। সুতির বা নরম কাপড় তাদের ত্বকের জন্য উপযুক্ত। অতিরিক্ত লেয়ার বা ভারী কাপড় শিশুকে অস্বস্তিকর করতে পারে। শীতকালে ছোট একটি উষ্ণ কার্ডিগান বা শাল রাখলে শিশুর শরীর গরম থাকে, আর সে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে।

২. খাবার ও পানীয়
শিশুর ক্ষুধা বা পিপাসা হঠাৎ করে মন খারাপ করতে পারে। তাই হালকা স্ন্যাকস, ফল বা ছোট পানীয় সঙ্গে রাখুন। এটি শিশুকে সুস্থ রাখে এবং অনুষ্ঠান চলাকালীন সময়ও শিশুর মন ভালো থাকে।

৩. ঘুমের ব্যবস্থা
শিশুর ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু ক্লান্ত হলে সে অস্থির হয়ে যেতে পারে। পোর্টেবল বেবিকোট বা হালকা কম্বল সঙ্গে রাখলে শিশুকে দ্রুত বিশ্রাম দেওয়া সম্ভব। এতে শিশুর ত্বক ও মন শান্ত থাকে, আর অনুষ্ঠানেও শিশুর আচরণ ঠিক থাকে।

৪. মনোরঞ্জন করা
শিশুকে ব্যস্ত রাখার জন্য ছোট খেলনা, ছবি বই বা হালকা সঙ্গীত ব্যবহার করুন। এটি শিশুকে শান্ত রাখে এবং তিনি বিরক্ত হননি এমন অনুভূতি পায়। ছোটদের জন্য মজার কিছু থাকলে তারা মনোযোগ ধরে রাখে এবং অনুষ্ঠানেও পরিবারের সবাই শান্ত থাকে।

৫. স্বাস্থ্য ও নিরাপত্তা
ভিড়ের স্থানে শিশুর স্বাস্থ্য সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। ছোট শিশুদের খাবারের বিষয়েও সতর্ক থাকা জরুরি-শুধু আপনার দ্বারা যাচাই করা খাবারই তারা খাবে তা নিশ্চিত করুন। কারণ অতিরিক্ত উৎসাহী পরিবারের সদস্যরা অনেক সময় শিশুকে অনিচ্ছাকৃতভাবে তাদের দেওয়া খাবার খাওয়ানোর চেষ্টা করতে পারেন, যা শিশুর জন্য সমস্যা সৃষ্টি করতে পারে।

সঙ্গে রাখুন একটি ভ্রমণ কিট যাতে অ্যান্টিসেপটিক ওয়াইপ এবং হ্যান্ড স্যানিটাইজার থাকে। এছাড়া মাস্ক এবং প্রয়োজনীয় ওষুধও সঙ্গে রাখুন। এই ব্যবস্থা সংক্রমণ থেকে শিশুকে রক্ষা করে এবং হঠাৎ অসুস্থ হওয়ার ঝুঁকি কমায়। ছোটখাটো সতর্কতা এবং সঠিক প্রস্তুতি শিশুকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ রাখে।

৬. প্রস্তুতি এবং পরিকল্পনা
শিশুর রুটিন অনুযায়ী আগেই কিছু প্রস্তুতি নিন-যেমন খাওয়া, ঘুমের সময় এবং খেলাধুলার ব্যবস্থা। শিশুর মনোবল ভালো থাকলে আপনি এবং অন্যান্য অতিথিরা অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন:
সন্তানকে একলা থাকার সুযোগ দিতে হবে যে কারণে 
শিশু জাঙ্ক ফুডে আসক্ত হলে কী কী সমস্যা দেখা দিতে পারে 

শিশুর আরাম, নিরাপত্তা এবং খুশি নিশ্চিত করা হলো মূল চাবিকাঠি। সহজ পরিকল্পনা, প্রয়োজনীয় সরঞ্জাম এবং সময়মতো খাওয়া-ঘুমা নিশ্চিত করলে বিয়ের দিন শিশুর যত্ন সহজ, স্বাচ্ছন্দ্যময় এবং আনন্দময় হবে।

সূত্র: দ্য নক, ওয়েডিং ওয়্যার ইন

এসএকেওয়াই/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।