ভারতে চুম্বন বাবা গ্রেপ্তার


প্রকাশিত: ০৮:৩৩ এএম, ২৭ ডিসেম্বর ২০১৪

অভাব-অনটন থেকে শুরু করে পারিবারিক অশান্তি, চুম্বন-আলিঙ্গনেই তার সমাধান করে দিতেন ‘বাবা’। ভক্তবৃন্দের কাছে তিনি পরিচিত ছিলেন ‘কিসিং বাবা’ নামেই। অনেকটা মুন্নাভাই স্টাইলেই অসুস্থ মানুষের চিকিৎসা করতেন ‘জাদুকি ঝাপ্পি’ দিয়ে। গত দু’মাস ধরে চলছিল তার বুজরুকি। বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে ভারতের প্রোদ্দাতুর থানার পুলিশ।

হায়দরাবাদে অবস্থিত আয়াপ্পা মন্দিরের পিছনে একটি ঘরে বসেই চলত ‘কিসিং বাবা’-র কুকীর্তি। খবর পেয়ে বৃহস্পতিবার আয়াপ্পা মন্দিরে হানা দেয় পুলিশ। গ্রেপ্তার করার পর আদালতে তোলা হয় তাঁকে। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী আদালতের নির্দেশে মেন্টাল হাসপাতালে পাঠানো হয়েছে ‘কিসিং বাবা’-কে৷ পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে সাব্বা রেড্ডি নামে তাঁর এক চেলাকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।