মাংস বিক্রির প্রতিবাদে উত্তরপ্রদেশে কেএফসি বন্ধ করলো হিন্দু সংগঠন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০২ পিএম, ১৮ জুলাই ২০২৫
ছবি: ভিডিও থেকে নেওয়া।

মাংস বিক্রির প্রতিবাদে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বসুন্ধরা এলাকায় রেস্তোরাঁ চেইন কেএফসি ও নাজির ফুডসের আউটলেট জোরপূর্বক বন্ধ করে দিয়েছে হিন্দু রক্ষা দল। এ সময় সেখানে পুলিশ উপস্থিত থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ উঠেছে।

সূত্র জানিয়েছে, বর্তমানে শ্রাবণ মাস ও কানওয়ার যাত্রা চলমান থাকলেও ওই অঞ্চলে সরকারিভাবে মাংস বিক্রির ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তা সত্ত্বেও সংগঠনটির সদস্যরা দোকানে ঢুকে কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং পরে দোকানের শাটার নামিয়ে দেয়।

ঘটনার ভিডিওতে দেখা যায়, প্রতিবাদকারীরা ভারত মাতা কি জয় এবং জয় শ্রী রাম স্লোগান দিচ্ছে এবং দোকানকর্মীদের উদ্দেশ্যে বলছে, এটা হিন্দুস্তান, এখানে হিন্দুরা যা চায় তাই হবে।

একজন হিন্দু রক্ষা দল নেতা বলেন, আমরা এখানে কেএফসি ও নাজির ফুডস-এর বিরুদ্ধে প্রতিবাদ করছি কারণ এটি একটি হিন্দু-প্রধান এলাকা। এখানে কানওয়ার যাত্রা হয় আর তারা মাংস বিক্রি করছে। হিন্দুদের আবেগকে সম্মান না জানিয়ে যদি এমন কাজ করে, আমরা প্রতিবাদ জানাবো।

তিনি দাবি করেন, আমরা প্রশাসনের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েছি। লিখিত অনুমতি নেই, তবে যেহেতু আমরা এখানে সক্রিয়, তাই তাদের সঙ্গে নিয়মিত কথা হয়। ফলে মৌখিকভাবে অনুমতি পেয়েছি।

আরেকজন বলেন, এই দোকানগুলো বন্ধ রাখতেই হবে। যদি কেএফসি বা নাজির ফুডস আবার খোলা হয়, আমরা আবার একইভাবে প্রতিবাদ করে তা বন্ধ করবো।

চলতি বছরের ১০ জুন থেকে শুরু হয়েছে কানওয়ার যাত্রা, যেখানে লক্ষাধিক ভক্ত হরিদ্বার থেকে পদযাত্রা করে তাদের স্থানীয় শিবমন্দিরে গঙ্গাজল নিবেদন করেন।

সূত্র: এনডিটিভি

এমএসএম/টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।