পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সবকিছু ঠিক থাকলে শনিবার (২৬ জুলাই) তিনি ইসলামাবাদ সফর করবেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে জিওটিভি নিউজ মঙ্গলবার (২২ জুলাই) জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পাকিস্তান সফরের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ ব্যাপারে দুই দেশের কর্মকর্তারা প্রস্তুতি নিচ্ছেন।
ইরানি তাসনিম নিউজের তথ্যমতে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সোমবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পেজেশকিয়ান আগামী সপ্তাহে পাকিস্তান সফর করবেন। আসন্ন সফরকে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের গুরুত্বের লক্ষণ হিসেবে বর্ণনা করেছে ইরান।
তিনি উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলি ও মার্কিন আগ্রাসনের পর তেহরান এবং ইসলামাবাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। টানা ১২ দিন ধরে সামরিক, পারমাণবিক এবং আবাসিক স্থাপনাগুলোতে মার্কিন ও ইসরায়েলিদের হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান। ইরানের পাশে পাকিস্তানের অবস্থান গ্রহণকে তাৎপর্যপূর্ণ অভিহিত করে কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখপাত্র।
এদিকে, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পাকিস্তানে সাম্প্রতিক বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন ইরানি স্বরাষ্ট্রমন্ত্রী।
নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে ইরানি মন্ত্রী বলেন, এই কঠিন সময়ে আমরা পাকিস্তানের সরকার এবং জনগণের পাশে আছি। ইরান বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সম্ভাব্য সব সহায়তা প্রদানের জন্য প্রস্তুত।
দুই মন্ত্রী ২৬ জুলাই ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের পাকিস্তান সফরের বিষয়েও আলোচনা করেছেন। নাকভির সাম্প্রতিক ইরান সফরের জন্য তাকে ধন্যবাদ জানান ইরানি মন্ত্রী। অন্যদিকে, পাকিস্তানি মন্ত্রী বলেন, ইসলামাবাদ প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে স্বাগত জানাতে আগ্রহী। এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা তাদের।
সূত্র: জিওটিভি
এসএএইচ