বহু বছরের পুরোনো মিগ-২১ যুদ্ধবিমানের বহর অবসরে পাঠাচ্ছে ভারত
ভারতীয় বিমানবাহিনীর বহুল ব্যবহৃত যুদ্ধবিমান মিগ-২১ চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে অবসরে যাচ্ছে। এর ঘাটতি পূরণ করা হবে ভারতের নিজস্বভাবে নির্মিত অত্যাধুনিক যুদ্ধবিমান তেজস এমকে১এ দিয়ে।
বর্তমানে ভারতের বিমানবাহিনীর বহরে মাত্র ৩৬টি মিগ-২১ অবশিষ্ট রয়েছে। দীর্ঘদিন ধরে ভারতের আকাশসীমা ও ভূখণ্ড সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই রাশিয়ান বিমানগুলো।
১৯৬৩ সালে নৌবাহিনীর বহরে যুক্ত হওয়া রাশিয়ান নির্মিত মিগ-২১ এক সময় ছিল ভারতের আকাশ প্রতিরক্ষার মূল ভরসা। প্রায় ৯০০টি বিমানের মধ্যে ৬৬০টির বেশি ভারতেই তৈরি হয়েছিল।
বহুবছরের ব্যবহারে বারবার দুর্ঘটনার মুখে পড়া বিমানগুলো ধাপে ধাপে অবসর দেওয়া হচ্ছে। এর মধ্যে ২০২৩ সালে রাজস্থানে এক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়।
এর আগে শ্রীনগরভিত্তিক স্কোয়াড্রন ৫১ অবসরে যায়, যেখানে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমান, যিনি ২০১৯ সালে এক পাকিস্তানি যুদ্ধবিমান ভূপাতিত করেন।
ভারত এরই মধ্যে একটি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার তৈরির কাজ শুরু করেছে, যা দেশটিকে বিশ্বের অগ্রগণ্য সামরিক প্রযুক্তির কাতারে পৌঁছে দেবে।
সূত্র: এনডিটিভি
এমএসএম