উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ২৭ জুলাই ২০২৫
ভ্লাদিমির পুতিন এবং কিম জং উন/ ফাইল ছবি এএফপি

ইউক্রেনে সামরিক অভিযানে সহযোগী এশীয় মিত্র উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে রাশিয়া রোববার (২৭ জুলাই) থেকে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালু করেছে।

রাশিয়ার নর্ডউইন্ড এয়ারলাইন্স পরিচালিত প্রথম মস্কো-পিয়ংইয়ং ফ্লাইটটি জিএমটি স্থানীয় সময় বিকেল ৪টায় ছাড়ার কথা এবং আট ঘণ্টা পর উত্তর কোরিয়ার রাজধানীতে অবতরণ করার কথা রয়েছে। নর্ডউইন্ড একসময় ইউরোপের বিভিন্ন পর্যটন গন্তব্যে ফ্লাইট চালাতো। এখন রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে নতুন গন্তব্যে সেবা দিচ্ছে।

আরও পড়ুন>

এই রুটে একমুখী টিকিটের দাম ধরা হয়েছে ৪৫ হাজার রুবল (প্রায় ৫৭০ মার্কিন ডলার)।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, পিয়ংইয়ং থেকে মস্কো-গামী প্রথম ফ্লাইটটি মঙ্গলবার ছেড়ে যাবে।

রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানায়, এই রুটে মাসে একবার ফ্লাইট চলবে।

এর আগে গত ১৭ জুন দুই দেশ রেল যোগাযোগ পুনরায় চালু করে, যা ২০২০ সালে কোভিড মহামারির সময় বন্ধ হয়ে গিয়েছিল।

গত কয়েক বছরে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক সহযোগিতা নাটকীয়ভাবে বেড়েছে। উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্র ও সৈন্য সরবরাহ করেছে ইউক্রেনে যুদ্ধের জন্য।

গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরের সময় দুই দেশ পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করে।

সূত্র: এএফপি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।