এক বছর বয়সী শিশুর কামড়ে সাপের মৃত্যু
বর্ষার সময়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু- এ ধরনের খবর আশ্চর্যের কিছু না। কিন্তু শিশুর কামড়ে সাপের মৃত্যু? ঠিকই পড়েছেন, শিরোনামটায় কোনো ভুল নেই, একটি শিশু আস্ত একটা সাপকে কামড়ে মেরে ফেলেছে। তাও আবার কোবরা। ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যে।
‘ওর মা তখন ঘরের পেছন দিকে কাজ করছিল। চুলা জ্বালানোর কাঠগুলো গুছিয়ে রাখছিল। পাশেই খেলছিল গোবিন্দ। তখনই সাপটা বেরিয়ে আসে।
সাপ দেখেই গোবিন্দ সেটাকে ধরে এক কামড় বসিয়ে দেয়। তখন আমরা সবাই খেয়াল করি যে ওটা একটা গেহুঁওন সাপ,’ বলেন মতিসারি দেবী। কোবরা সাপকে স্থানীয় ভাবে গেহুঁওন সাপ বলা হয় বিহারের ওই অঞ্চলে।
আরও পড়ুন>>
- মানুষের কামড়ে সাপের মৃত্যু!
- সাপ নিয়ে ধর্মীয় অনুষ্ঠানে শত শত ভক্ত, ভিডিও ভাইরাল
- প্লেনের ভেতর সাপ, ২ ঘণ্টা দেরিতে ছাড়লো ফ্লাইট
- সাপের কামড় খাওয়া ব্যক্তির রক্ত থেকে তৈরি হচ্ছে অ্যান্টিভেনম
মতিসারি দেবীর এক বছর বয়সী নাতি গোবিন্দ গত বৃহস্পতিবার একটা আস্ত কোবরা সাপ কামড়ে মেরে ফেলে এখন খবরের শিরোনামে চলে এসেছে।
বিহারের পশ্চিম চম্পারন জেলার এক ছোট গ্রাম মোহছি বনকাটোয়ার বাসিন্দা গোবিন্দর পরিবার। তার বাবা সুনীল সাহ গ্রামে ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করেন।
মতিসারি দেবী বলেন, দাঁত দিয়ে সাপটাকে কামড় দেওয়ার পর কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল গোবিন্দ। ওকে আমরা প্রথমে মঞ্ঝোলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়েছিলাম। সেখান থেকে ওকে বেতিয়া হাসপাতালে নিয়ে যাই। এখন বাচ্চা সুস্থ আছে।
মঞ্ঝোলিয়ার স্থানীয় সাংবাদিক নেয়াজ বলছিলেন, শিশুটি শনিবার সন্ধ্যায় বাড়িতে ফিরে গেছে। ওকে নিয়ে সবাই খুব আলোচনা করছে। শ্রাবণ মাসে সাপ বেরোনো খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এমন ঘটনা আমাদের এলাকায় প্রথম হলো।
একজন সাপ কামড়েছে, আরেকজনকে সাপে কেটেছে
এক বছরের শিশু গোবিন্দকে বৃহস্পতিবার সন্ধ্যায় বেতিয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার চিকিৎসা করেন শিশুরোগ বিভাগের ডা. কুমার সৌরভ।
তার কথায়, শিশুটিকে যখন ভর্তি করার জন্য আনা হয়েছিল, তখন ওর চেহারা একটু ফুলে গিয়েছিল। মুখের আশপাশটা ফোলা ছিল। বাড়ির লোক আমাদের জানায় যে, সাপের মুখের পাশে কামড় দিয়েছিল শিশুটি আর সাপের দেহের কিছুটা বোধহয় খেয়েও ফেলেছিল।
‘আমার হাতে একই সময় দুটি শিশু রোগী ছিল তখন। একটি শিশুকে কোবরা সাপ কেটেছিল আর এই শিশুটি সাপকেই কামড়ে দিয়েছিল। দুটি শিশুই সম্পূর্ণ সুস্থ আছে,’ বলেন ডা. সৌরভ।
তিনি আরও জানান, কোবরা সাপ যখন মানুষকে ছোবল মারে তখন তার বিষ আমাদের রক্তে চলে যায়। রক্তে বিষ মিশে যাওয়ার ফলে নিউরোটক্সিসিটি হয়, আমাদের স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে। এর থেকে মৃত্যুও হতে পারে।
‘আবার যখন কোনো মানুষ কোবরা সাপকে কামড়িয়ে দেয়, তখন মুখ দিয়ে ওই বিষ আমাদের পাচন তন্ত্রে চলে যায়। মানবদেহ ওই বিষকে নিষ্ক্রিয় করে দেয়, আর বিষটা বেরিয়ে যায়। অর্থাৎ সাপের বিষ দুভাবে কাজ করে। এক হলো বিষ আমাদের স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে, অন্যটি হলো মানবশরীর বিষটি নিষ্ক্রিয় করে দেয়,’ ব্যাখ্যা করেন ডা. সৌরভ।
কিন্তু কোনো মানুষ যদি সাপকে কামড়ে দেয় আর সেই ব্যক্তির খাদ্যনালীতে কোনো আলসার বা অন্য ক্ষতস্থান থাকে যা থেকে রক্তক্ষরণ হচ্ছে, সেক্ষেত্রে রোগীর অবস্থা সংকটাপন্ন হতে পারে।
সর্প-দংশনের ‘রাজধানী’ ভারত
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতিবছর সারা পৃথিবীতে ৮০ হাজার থেকে এক লাখ ৩০ হাজার পর্যন্ত মানুষ সাপের কামড়ে মারা যান।
ভারতে ওই সংখ্যাটা প্রায় ৫৮ হাজার। এজন্যই ভারতকে ‘সর্প-দংশনের রাজধানী’ বলা হয়ে থাকে।
বিহারের রাজ্য স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনায় দেওয়া তথ্য থেকে জানা যায়, ২০২৩ সালের এপ্রিল থেকে মার্চ ২০২৪ পর্যন্ত রাজ্যটিতে সাপের কামড়ে ৯৩৪ জনের মৃত্যু হয়েছে।
ওই একই সময়কালে সাপের ছোবল খেয়ে রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা করাতে এসেছেন ১৭ হাজার ৮৫৯ জন।
অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের একটি প্রতিবেদন থেকে জানা যায়, পুরো দেশে সাপের ছোবল খেয়ে মৃত্যুর সংখ্যা ‘কমিয়ে দেখানো হয়েছে’।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবেদন বলছে, সাপে কাটা বেশিরভাগ রোগীই হাসপাতাল পর্যন্ত পৌঁছতে পারছেন না। তাই কত মানুষের মৃত্যু হচ্ছে সাপের কামড়ে, সেই সংখ্যা জানা যায় অনেকটাই কম।
সাপের কামড়ে মৃত্যুর ৭০ শতাংশ ঘটনাই বিহার, ঝাড়খণ্ড, মধ্য প্রদেশ, উড়িষ্যা, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান আর গুজরাটে ঘটে।
সূত্র: বিবিসি বাংলা
কেএএ/