রাশিয়ায় ভূমিকম্প-সুনামি সতর্কতা

সরিয়ে নেওয়া হলো ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মীদের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫০ এএম, ৩০ জুলাই ২০২৫
জাপানে টেলিভিশনে সুনামি সতর্কতার খবর দেখছেন পথচারীরা/ ছবি: এএফপি

রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্পের পর রাশিয়া ও জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়। খবর বিবিসির। 

এদিকে সুনামি সতর্কতা জারির পর জাপানের ফুকুশিমার দাই-ইচি এবং ফুকুশিমা দাইনি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) বুধবার (৩০ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে ২০১১ সালে জাপানে ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমা দাইচি কেন্দ্রে বড় ধরনের বিপর্যয় ঘটেছিল।

বিবৃতিতে টেপকো জানিয়েছে, ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অস্বাভাবিক কিছু ঘটেনি বা কেউ হতাহত হননি। তবে তারা সুনামি সতর্কতা গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

জাপানের আবহাওয়া সংস্থা পূর্ব উপকূলজুড়ে সুনামি পরামর্শ জারি করেছে, যেখানে ৩ মিটার (প্রায় ১০ ফুট) উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে ১৩৬ কিলোমিটার পূর্বে আঘাত হানে।

এছাড়া তাইওয়ান, হাওয়াই এবং আলাস্কার আলেউটিয়ান দ্বীপপুঞ্জের জন্যও সুনামি সতর্কতা দেওয়া হয়েছে। মার্কিন পশ্চিম উপকূলের বহু অংশেও সতর্কতা জারি রয়েছে।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।