নাইজেরিয়ায় হামলা ‘ইতিহাসের ভয়াবহতম’: অ্যামনেস্টি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১২ এএম, ১৪ জানুয়ারি ২০১৫

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত ৩ জানুয়ারিতে নাইজেরিয়ায় বোকো হারামের হামলাকে ইতিহাসের ‘ভয়াবহতম হামলা’ বলে উল্লখ করেছে। সংস্থাটি জানায় ৩ জানুয়ারির এই হামলায় দুই হাজারেরও বেশি মানুষ মারা গেছে।

সরকারি মুখপাত্র মাইক ওমেরি ওই অতর্কিত হামলার বিষয়ে বলেন, চাদের সীমান্তবর্তী বাগা শহরে বোকো হারাম বুধবার আবারো হামলা চালিয়েছে। এর আগে ৩ জানুয়ারিতে তারা এই এলাকার একটি সামরিক চৌকি দখলে নিয়েছিল।

সূত্র জানায়, বাগা শহরে বোকো হারামের হামলার শিকার অধিকাংশই নারী, শিশু আর বৃদ্ধ। হামলাকারীরা অতর্কিত শহরে ঢুকে রকেট এবং গ্রেনেড ছোঁড়ে।হামলা চালায় শহরের বাসিন্দাদের ওপর। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, এ ঘটনায় বাগা শহরে নারকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। মারা যায় প্রায় দুই হাজার মানুষ।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ৩ জানুয়ারির ঘটনাকে ‘ভয়াবহতম’ উল্লেখ করে জানিয়েছে, গত বছরের ১৪ মার্চ নাইজেরিয়ার মাইদুগুরি শহরের একটি সামরিক চৌকিতে হামলার ঘটনা ঘটে। সেখানে ৬০০ জন নিহত হয়।

ওয়াশিংটন ভিত্তিক একটি সংস্থা জানায়, নাইজেরিয়ায় গত পাঁচ বছরের হামলায় শুধু ২০১৪ সালেই মারা গেছে ১০ হাজার মানুষ। এছাড়া প্রায় দশ লক্ষেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং হাজারো মানুষকে দেশ ছেড়ে পাশের দেশ চাদ, ক্যামেরুন এবং নাইজারে পালিয়ে যেতে হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।