একাট্টা ওবামা-ক্যামেরন
চরমপন্থিদের হুমকি ও তাদের ধ্বংসাত্মক নীতির বিরুদ্ধে এক হয়ে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বৃহস্পতিবার হোয়াইট হাউজে দুই দিন ব্যাপি এক আলোচনায় বসার আগে যৌথ মতামত বিশ্লেষণে তারা এ তথ্য জানান। বিশ্বের
ক্ষমতাধর এ দুই নেতা টাইসম অব লন্ডনকে এ মতামত দেন।
গত সপ্তাহে প্যারিসে বিদ্রুপ ম্যাগাজিন শার্লি এবদুর কার্যালয়ে জঙ্গি হামলার কথা উল্লেখ করে দু’নেতাই বলেন, উগ্রপন্থিরা মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিতে পারবে না। তারা লেখেন, যখন আমাদের আল-কায়দা, ইসলামিক স্টেট বা বোকো হারামের মত পুরোপুরি অন্ধবিশ্বাসী জঙ্গি সংগঠনের মুখোমুখি হতে হয়, তখন আমাদের ভয় পেলে চলবে না। তাদের নির্মম হত্যাকাণ্ড এবং ধ্বংসাত্মক আদর্শের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।
ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের বিষয়েও আলোচনা করবেন ওবামা ও ক্যামেরন। সেইসঙ্গে মস্কোর ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি অব্যাহত রাখবেন তারা। এরই মধ্যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয় রাশিয়ার ওপর বিভিন্ন ধরণের নিষেধাজ্ঞা আরোপ করেছে।
মতামত বিশ্লেষণে দু’নেতা লেখেন, যদি আমরা এ ধরনের আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারীদের ছেড়ে দেই তবে অন্যরাও একই কাজ করবে এবং ভবিষ্যতে আমাদের সবাইকে এর জন্য চরম মূল্য দিতে হবে। আমাদের কঠিন এবং যৌথ পদক্ষেপ নির্ভুলভাবেই রাশিয়াকে এ বার্তা দিয়েছে যে, যদি তারা ইউক্রেইনের বিষয়ে নাক গলায় তবে আন্তর্জাতিক বিশ্ব তাদের পাশে থাকবে না।