আফগানিস্তানে অভিযানে ৩০ জঙ্গি নিহত


প্রকাশিত: ১১:৩০ এএম, ১৭ জানুয়ারি ২০১৫

আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে গত দুই দিনে অন্তত ৩০ তালেবান জঙ্গি নিহত হয়েছে। শনিবার দেশটির পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, সামরিক হেলিকপ্টার নিয়ে সেনাবাহিনী ও সীমান্ত পুলিশ কুনার প্রদেশের ডানগাম জেলায় জঙ্গিদের গোপন আস্তানায় অভিযান চালালে তারা নিহত হয়।

প্রাদেশিক পুলিশ প্রধান হাবিব সাইয়্যেদখেল বলেন, শুক্রবারে অভিযান শুরু হয়। এখনও সেখানে অভিযান চলছে। এ পর্যন্ত ২১ জঙ্গি নিহত হয়েছে। তিনি আরও জানান, ওই এলাকা থেকে জঙ্গিদের সম্পূর্ণ উচ্ছেদ না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

গত কয়েক মাস ধরেই প্রদেশের দখল নিতে তালেবান জঙ্গিরা বেশ কয়েকবার হামলা চালিয়েছে। এর আগে, কুন্দুজ প্রদেশের উত্তরাঞ্চলে নয় জঙ্গি নিহত ও বেশ কয়েকজন আহত হয়। শুক্রবার খান আবাদ জেলায় পুলিশের অভিযানকালে  জঙ্গিরা মারা যায় বলে জানিয়েছেন প্রদশটির পুলিশের মুখপাত্র সায়েদ সারওয়ার হোসাইনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।