চীনের মেট্রোরেলে বিনামূল্যে ই-বুক


প্রকাশিত: ০৩:৫৫ এএম, ১৯ জানুয়ারি ২০১৫

চীনের বেইজিং নগরীতে মেট্রোরেলে বিনামূল্যে ই-বুক পড়তে ও ডাউনলোড করতে পারবেন যাত্রীরা। যাত্রীদের জন্য মেট্রো কর্তৃপক্ষ একটি ফ্রি ই-লাইব্রেরির ব্যবস্থা করেছেন।

ফলে চলার পথেই হাতের ডিভাইসে এই লাইব্রেরি থেকে যেকোনো বই ফ্রি ডাউনলোড করার সুযোগ পাবেন যাত্রীরা। বেইজিংয়ে চলাচলরত লাইন-ফোর এর ট্রেনগুলোতে আপাতত এই ব্যবস্থা চালু হচ্ছে ।

ট্রেনে দশটি বইয়ের বারকোড দেয়া থাকবে। যাত্রীরা তাদের হাতের ট্যাবলেট বা স্মার্টফোনে এই বারকোড স্ক্যান করে বইগুলো ডাউনলোড করতে পারবেন।

কয়েক মাস পর পর নির্বাচিত বইয়ের তালিকা বদলানো হবে। কর্মকর্তারা আশা করছেন এর মাধ্যমে মানুষ বই পড়ায় আরও বেশি উৎসাহিত হবে।

সূত্র: বিবিসি

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।