কুন্দুজ শহরে ঢুকে পড়েছে তালেবান জঙ্গিরা
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ শহরে ঢুকে পড়েছে তালেবান জঙ্গিরা। স্থানীয় এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, চারদিক থেকে হামলা চালিয়ে রাতারাতি শহরে প্রবেশ করেছে জঙ্গিরা।
কুন্দুজের ৮০৮ তান্দর পুলিশ জোনের কমান্ডার শের আলি কামাল জানিয়েছেন, শহরে রোববার মধ্যরাত থেকেই লড়াই শুরু হয়েছে। এখনো পর্যন্ত লড়াই চলছে।
তিনি বলেন, জঙ্গিদের শহর থেকে হটাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।
রয়টার্সের এক রিপোর্টার জানিয়েছেন, তিনি একে-৪৭, মেশিন গান এবং গ্রেনেড বোমাসহ কমপক্ষে পাঁচ তালেবান সদস্যকে দেখেছেন।
বিভিন্ন শহর দখলের প্রস্তুতি নিচ্ছে জঙ্গিরা। তারা দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমা প্রদেশের রাজধানী লস্কর গাহ দখলের হুমকি দিয়েছে।
টিটিএন/এমএস