হায়দরাবাদের হজযাত্রীকে মুক্তি দিয়েছে সৌদি
এ বছর হজ করতে গিয়ে হায়দরাবাদের এক হজযাত্রীকে গ্রেফতার করেছিল সৌদি পুলিশ। ওই হজযাত্রী তাওয়াফের সময় একটি ব্যাগ সরিয়ে ফেলার চেষ্টা করেন। পরে তাকে চারদির পুলিশ হেফাজতে রাখা হয়। গতকাল কাজির সামনে উপস্থাপন করা হলে তিনি ওই হজযাত্রীকে মুক্তি দেন। খবর আরব নিউজের।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি ভারতের হায়দরাবাদের বাসিন্দা। তিনি হজ চলাকালীন তাওয়াফের সময় কিছু একটা সরিয়ে ফেলার চেষ্টা করছিলেন বলে সন্দেহ করা হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তার অপরাধের প্রমাণ পাওয়া যায়। এ কারণে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছিল।
এই ঘটনা জানার পর জেদ্দার ভারতীয় দূতাবাসে যোগাযোগ করে ভারত। হজ মিশনের ভারতীয় কর্মকর্তারা এই বিষয়ে সৌদি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। গতকালই ওই হজযাত্রীকে মুক্তি দেয়া হয়। তাকে আজ মদিনায় পাঠানোর কথা রয়েছে। সেখান থেকে ৭ অক্টোবর পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী তাকে হায়দরাবাদে ফেরত পাঠানো হবে।
টিটিএন/এমএস