পারমাণবিক চুক্তির সুযোগ তৈরি হয়েছে : ইরান


প্রকাশিত: ০৩:৩৫ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৫

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, বিশ্ব শক্তির সঙ্গে ইরানের পরমাণু চুক্তির এখনই সুযোগ। নতুন করে এই চুক্তির জন্য মেয়াদ বাড়ানোর কোনো প্রয়োজন নেই।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও জাভেদ জারিফ রোববার জার্মানির মিউনিখে দ্বিতীয় দফায় বৈঠক করেন। তাদের বৈঠকের পর জাভেদ জারিফ বলেন, পরমাণু নিয়ে সমঝোতায় পৌঁছাতে নতুন করে মেয়াদ বাড়িয়ে আলোচনার প্রয়োজন নেই। গত কয়েক মাসের আলোচনায় দেখা গেছে, সংশ্লিষ্ট সব পক্ষই একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে একমত। সেক্ষেত্রে চুক্তির জন্য এখনই উপযুক্ত সময়।

জাভেদ জারিফ আরো বলেন, আমি মনে করি নতুন করে মেয়াদ বাড়ানোতে কারো আগ্রহ নেই। আর মেয়াদ বাড়ালে তাতে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। ইরান ও বিশ্ব শক্তি যত দ্রুত সম্ভব ইস্যুটি নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে রাজি আছে। ফলে এই সুযোগ সবার লুফে নেওয়া প্রয়োজন।

জাতিসংঘের স্থায়ী পাঁচ সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন এবং জার্মানি- এই ছয় দেশ ইরানের বিতর্কিত পরমাণু কার্যক্রম নিয়ে দেশটির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চায়। ইরান যাতে তাদের পরমাণু কার্যক্রম শান্তিপূর্ণ কাজে লাগায়, তা নিশ্চিত করতেই এই তোড়জোড়। ইসরায়েল দীর্ঘদিন অভিযোগ করে আসছে, পরমাণু অস্ত্র তৈরির পথে রয়েছে ইরান। তাই যদি হয়, তবে মধ্যপ্রাচ্য ও আরব রাষ্ট্রগুলোতে উত্তেজনা বেড়ে যাবে- এই যুক্তিতে ইরানের লাগাম টেনে ধরতে চায় বিশ্ব মোড়লরা।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।