বারানসিতে নবনির্মিত ভবন ধসে নিহত ১৩


প্রকাশিত: ০৫:৫২ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

ভারতের উত্তর প্রদেশের বারানসিতে একটি নবনির্মিত ভবন ধসে নিহত হয়েছেন একই পরিবারের ১৩ জন।

নিহতদের মধ্যে ১২ জন ঘটনাস্থলে ও একজন হাসপাতালে নেয়ার পর মারা যান।  পুলিশ জানায়, নির্মাণ শেষের পথে থাকা তিনতলা ভবনটি ধ্বসে পড়ার সময় এর নিচ তলায় নিহত পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন।  এছাড়াও, তিনজন অক্ষত অবস্থায় ভবন থেকে বের হতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে।  এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  

ভবনটির কাজ দ্রুত শেষ করতে যাওয়ায় এর নির্মাণে ত্রু টি থাকে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

এআরএস/এমএস

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।