মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ গ্রেফতার
ক্ষমতা অপব্যবহারের অভিযোগে মালদ্বীপের বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। রোববার ক্ষমতায় থাকাকালীন তিন বছর আগের এক মামলায় তাকে গ্রেফতার করা হয়। খবর- এএফপি
২০০৮ সালে মালদ্বীপের রাষ্ট্র পরিচালনায় ক্ষমতায় আসেন নাশিদ। চার বছর পর পুলিশ ও সেনাদের বিদ্রোহের পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেন তিনি।
জানা যায়, গত সপ্তাহে নাশিদের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ আনেন রাষ্ট্রীয় কৌঁসুলি। অভিযোগে বলা হয়, ২০১২ সালে তিনি ক্ষমতার অপব্যবহার করে তখনকার ফৌজদারি আদালতের প্রধান বিচারক আবদুল্লাহ মোহাম্মদকে গ্রেফতারের নির্দেশ দেন। একই অভিযোগে রোববার তার বিরুদ্ধে আবারও উচ্চতর সন্ত্রাসবিরোধী অভিযোগ আনা হয়। এই অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
নাশিদের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জানি থাকায় তিনি পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা থেকেই রোববার তাকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতার করে দেশটির রাজধানী মালের একটি থানাহাজতে নেওয়া হয়েছে।
আরএস/আরআই