ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র আঘাত হানছে সৌদিতে


প্রকাশিত: ০৪:৩৩ এএম, ১০ ডিসেম্বর ২০১৬

ইয়েমেন যুদ্ধের ঢেউ লেগেছে সৌদি আরবেও। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র আঘাত হানছে সৌদির বিভিন্ন স্থানে। খবর বিবিসির।

নাজরান শহরের স্থানীয় বাসিন্দা জাবের। প্রতিবেশি ইয়েমেন থেকে আসা ক্ষেপণাস্ত্র তার বাড়ি ধ্বংস করে দিয়েছে।

তিনি বলেছেন, ‘শুক্রবার বিকেলে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র তার বাড়িতে আঘাত হানে। সেসময় লোকজন বাড়িতেই ছিলো। আল্লাহর রহমতে সবাই বেঁচে গেছেন।’

ওই বাড়িতে পাঁচটি পরিবার বাস করে। সেখানে নারী, শিশু, বৃদ্ধরাও ছিল। তারা কি অপরাধ করেছেন যে তাদের ওপর এমন হামলা হচ্ছে প্রশ্ন করেন জাবের।

ওই এলাকায় সাতটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন।

সৌদি আরবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সীমান্তের ওপারে ইয়েমেন থেকে শিয়া হুতিরা নির্বিচারে এসব হামলা চালাচ্ছে।

রাজধানী রিয়াদের শান্তিপূর্ণ রাস্তায় অবশ্য এই যুদ্ধের কোন আঁচ পাওয়া যায় না। কিন্তু রাজধানী থেকে কয়েকশো মাইল দক্ষিণে যেখানে গৃহযুদ্ধের কারণে প্রতিবেশি ইয়েমেন লণ্ডভণ্ড হয়ে গেছে সীমান্ত ছাপিয়ে যুদ্ধের ঢেউ এসে পড়ছে সৌদি আরবের কয়েকটি শহর এবং গ্রামাঞ্চলেও।

সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, ইয়েমেনের যুদ্ধে তাদের পাঁচশ’র মতো নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছেন আরো বহু মানুষ।

কিন্তু ইসলামের পবিত্র বহু স্থাপনার ভূমি হিসেবে পরিচিত এবং তেল সম্পদে সমৃদ্ধ শান্তিপূর্ণ দেশটিতে যুদ্ধের ছায়া এসে পড়ায় দেশটির জনগণ বেশ চিন্তিত।

হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্রের আঘাতে সৌদি আরবের খাওবার গ্রামে মেয়েদের একটি স্কুল ধ্বংস এবং মসজিদেও আঘাত হেনেছে।

সৌদি কর্মকর্তারা মনে করেন, ইয়েমেন থেকে ছোঁড়া এসব ক্ষেপণাস্ত্রের লক্ষ্য সৌদি আরবের নাজরান, আবা, গিজান, খামিস মুশিয়াত, এমনকি পবিত্র নগরী মক্কাও।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।