দিল্লির হোটেল থেকে ৩ কোটি বাতিল নোট বাজেয়াপ্ত
দিল্লির করোল বাগের একটি হোটেলে অভিযান চালিয়ে ৩ কোটি বাতিল নোট বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে বাতিল হয়ে যাওয়া ৫০০ এবং ১০০০ টাকার নোট রয়েছে। খবর এনডিটিভির।
ইনকাম ট্যাক্স বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দিল্লিতে পুলিশ যৌথ অভিযান চালিয়ে একটি হোটেল থেকে ৩ কোটি বাতিল নোট বাজেয়াপ্ত করেছে। সেসময় তিনজনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, ওই অর্থ মুম্বাই ভিত্তিক হাওয়ালা অপারেটস-এর। প্যাকেজিং বিশেষজ্ঞদের দিয়ে ওই অর্থগুলো প্যাকিং করা হচ্ছিল যেন বিমানবন্দরে তল্লাশির সময় সনাক্ত করা না যায়।
ট্যাক্স অফিস ওই অর্থ বাজেয়াপ্ত করেছে এবং আটককৃত ব্যক্তিদের মোবাইলের তথ্য বিশ্লেষণ করছে। সেখানে হাওয়ালা অপারেটরস সম্পর্কে কোনো তথ্য আছে কিনা তা যাচাই করা হচ্ছে।
গত কয়েক সপ্তাহ ধরেই এভাবে বাতিল নোট অবৈধভাবে পাচার করা হচ্ছে বলে ধারণা করছে পুলিশ। গত মাসে ৫০০ এবং ১০০ টাকার নোট বাতিল করেছে সরকার। তারপরেই এত বড় অংকের বাতিল নোট বাজেয়াপ্ত করা হলো।
টিটিএন/পিআর