মিসরে গির্জায় হামলার দায় স্বীকার আইএসের


প্রকাশিত: ০৫:০৮ এএম, ১৪ ডিসেম্বর ২০১৬

মিসরের রাজধানী কায়রোতে ভয়াবহ বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ওই হামলায় ২৫ জন প্রাণ হারিয়েছে। খবর এএফপির।

মঙ্গলবার সামাজিক মাধ্যমে ভয়াবহ ওই হামলার দায় স্বীকার করেছে আইএস। এক বিবৃতিতে আইএস জানিয়েছে, আবু আবদুল্লাহ আল-মাসরি নামের এক আত্মঘাতী ওই হামলা চালিয়েছে।

বিবৃতিতে আরো জানানো হয়েছে, ওই জঙ্গি প্রথমে ভিড়ের মধ্যে ঢুকে বোমা মেরে নিজেকে উড়িয়ে দেয়। আগামী দিনেও ধর্মত্যাগী এবং নাস্তিকদের উদ্দেশে এই ধরনের হামলা চালানো হবে বলে সতর্ক করা হয়েছে।

সোমবার মৃতদের শেষকৃত্যের অনুষ্ঠানে প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি জানিয়েছিলেন, ২২ বছর বয়সী আত্মঘাতী  হামলাকারীর নাম মহম্মদ শাফিক মোহামেদ মোস্তাফা। সেন্ট পিটার এবং সেন্ট পল গির্জায় সে কোমরের বেল্টে রাখা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটায়।  

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ডিএনএ টেস্ট করেই ওই জঙ্গির পরিচয় জানা গেছে। এখন পর্যন্ত ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে এক নারীসহ সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।