সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে সৌদি আরব


প্রকাশিত: ০৩:১২ পিএম, ০৮ মার্চ ২০১৫

বিশ্বে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে সৌদি আরব। বিশ্বব্যপি প্রতিরক্ষা খাতে ব্যয়ের ওপর চালানো এক জরিপ থেকে এ তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের সংস্থা  আইএইচএস এ জরিপ চালিয়েছে। খবর বিবিসি।

আইএইচএসর এক কর্মকর্তারা জানান, আমদানিতে দ্বিতীয় অবস্থনে রয়েছে ভারত এবং তৃতীয় অবস্থানে চীন। আর বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র রপ্তানিকারক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, এরপর রয়েছে রাশিয়া এবং ফ্রান্স।

উল্লেখ্য, আইএইচএস প্রতিরক্ষাসহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের ব্যবসা-বাণিজ্যের তথ্য নিয়ে গবেষণা করে থাকে।
প্রতিষ্ঠানটি তাদের এ বছরের গ্লোবাল ডিফেন্স ট্রেড রিপোর্ট-এ জানায়, সৌদি আরবের প্রতিরক্ষা খাতের ব্যয় ৫৪ শতাংশ বেডেছে। এখন এমন একটা সময় যখন সিরিয়া, ইরাক, ইয়েমেন এবং লিবিয়ার মতো দেশগুলো যুদ্ধে ক্ষতবিক্ষত এবং এসব দেশের যুদ্ধ যে অন্যত্রও ছড়িয়ে পড়তে পারে। এ কারণেই সৌদি নিজেকে অস্ত্রসজ্জিত করতে আরো বেশি করে অর্থ ব্যয় করছে।

আইএইচএসএর রিপোর্ট জানায়, ২০১৪ সালের সৌদি আরব অস্ত্র আমদানিতে খরচ করেছিল সাড়ে ছয়শ কোটি ডলার। এবার তা ১ হাজার কোটি ডলারে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।